হাথরাসের নির্যাতিতার সৎকারের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হয়, বড় বার্তা আদালতের
হাথরাস মামলা আপাত এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের অধীনে। সেখানে হাথরাসের ঘটনায় নির্যাতিতার সঙ্গে ও তাঁর পরিবারের প্রশাসনের ব্যবহার নিয়ে একের পর এক পরিস্থিতি তুলে ধরছেন নির্যাতিতার আইনজীবী। আর সেখানেই কার্যত প্রশাসনকে ভর্ৎসনা করে আদালত।

প্রসঙ্গত, ১৯ বছরের ওই তরুণীর গণধর্ষণের অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্তে নামে। এদিকে, মৃত্যুর সঙ্গে লড়েও শেষমেশ হাথরাসের ওই তরুণির মৃত্যু হয়। পরবর্তীকালে তাঁর গ্রামে পুলিশ মরদেহ নিয়ে যাওয়ার দুঘণ্টার মধ্যে রাতের অন্ধকারে ,কার্যত মধ্যরাতে দেহের সৎকার করে। অভিযোগ ওঠে , নির্যাতিতার পরিবারের অমতে পুলিশ এই কাজ করেছে। পরবর্তীকালে পুলিশ জানায় ফরেন্সিক সহ একাধিক তদন্তে ধর্ষণের তত্ত্ব মিলছে না।
এরপরই মামলা শুরু হয় এলাহাবাদ হাইকোর্টে। সেখানে এই মামলা নিয়ে আদালত নিজের বক্তব্য পেশ করছে। আদালত জানিয়েছে, যেভাবে হাথরাসের নির্যাতিতার সৎকার হয়েছে তা তার পরিচ্ছন্ন সৎকারের অধিকার কেড়ে নেওয়ার শামিল।এই নিয়ে আচার রীতি তাঁর পরিবারের পালন করার কথা।
