For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরকে সাজিয়ে তোলার নতুন পরিকল্পনা জানাল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

জঙ্গি কার্যকলাপ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় বছরের পর বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে একাধিক মন্দির এবং স্কুল। সেগুলির পুনরুজ্জীবন ঘটানো হবে এবার।

Google Oneindia Bengali News

জঙ্গি কার্যকলাপ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় বছরের পর বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে একাধিক মন্দির এবং স্কুল। সেগুলির পুনরুজ্জীবন ঘটানো হবে এবার। এমনই পরিকল্পনার কথা শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সেজন্য শীঘ্রই ভূস্বর্গ কাশ্মীরে সার্ভে করা হবে। যে মন্দিরগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে বা ভাঙা হয়েছে। যে মন্দিরের মূর্তি নষ্ট করা হয়েছে। এবং যে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলি পুণরায় খোলার নির্দেশ দেওয়া হবে।

কাশ্মীরকে সাজানোর পরিকল্পনা

কাশ্মীরকে সাজানোর পরিকল্পনা

৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করার পরেই মোদী সরকারের তরফে জানানো হয়েছিল এবার উন্নয়নের জোয়ার আসবে উপত্যকায়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করলে ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতোদিন উপত্যকায় যে মন্দির, স্কুল এবং সিনেমা হল গুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলির পুণরুজ্জীবন ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জন্য আগে সার্ভে করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কাশ্মীরের উন্নয়নের উদ্যোগ

কাশ্মীরের উন্নয়নের উদ্যোগ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই একাধিক বিনিয়োগের প্রস্তাব আসতে শুরু করেছে মোদী সরকার। মহারাষ্ট্র সরকার কাশ্মীরে গেস্টহাউস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার কিষণ রেড্ডি জানিয়েছেন, কাশ্মীরে প্রচুর সরকারি জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলিকেই আগে ব্যবহার করা হবে। নতুন করে কোনও জমি কেনা হবে না। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য সেই সরকারি জমি গুলিই লিজ হিসেবে বিলি করা হবে। রাজ্যের প্রত্যেকটি গ্রাম থেকে ৫ জনকে যুবককে নিয়োগ করবে সরকার। এছাড়া সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনাও নিয়োগ শুরু করেছে। কাশ্মীরে নতুন বিশ্ববিদ্যালয় খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েেছ বলে জানিয়েছেন তিনি।

দুর্নীতি দমন শাখা গড়ে তোলা হবে

দুর্নীতি দমন শাখা গড়ে তোলা হবে


রাজ্যে দুর্নীতি দমন শাখা গড়ে তোলা হবে। তারা আগের সরকারকে দেওয়া অনুদানের টাকা ব্যবহার নিয়ে খোঁজ খবর করবে। কারণ আগের সরকার কেন্দ্রের দেওয়া একটি টাকাও উন্নয়নের খাতে খরচ করেনি। তারই তদন্ত করবে এই দুর্নীতি দমন শাখা।

কাশ্মীরের উন্নয়নে যে এবার জোয়ার আসবে তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোট করানোর আগে তাই উন্নয়নের কাজ করে ভোট বাক্স মজবুত করতে চাইছে বিজেপি শিবির।

<strong>[ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, আপনারটা এই তালিকায় নেই তো]</strong>[ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, আপনারটা এই তালিকায় নেই তো]

English summary
All temples and schools which were shut down or destroyed in Kashmir are to be reopened again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X