For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরোয়া উড়ানে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের ১০০ শতাংশ যাত্রী নিতে পারবে সমস্ত অন্তর্দেশীয় বিমান

ঘরোয়া উড়ানে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের ১০০ শতাংশ যাত্রী নিতে পারবে সমস্ত অন্তর্দেশীয় বিমান

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে গোটা দেশে অনেকটাই কমেছে করোনা প্রকোপ। দৈনিক সংক্রমণও ঠেকেছে তলানিতে। এমতাবস্থায় উৎসবের মরশুমে দেশীয় বিমান যাত্রীদের জন্য সুখবর শোনাল কেন্দ্র। এখন থেকে এবার ফের ১০০ শতাংশ যাত্রী নিতে পারবে সমস্ত অন্তর্দেশীয় বিমান। সহজ কথায় কোভিড গ্রাফ নামতেই অন্তর্দেশীয় বিমান পরিষেবা স্বাভাবিক করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তকফে।

ঘরোয়া উড়ানে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের ১০০ শতাংশ যাত্রী নিতে পারবে সমস্ত অন্তর্দেশীয় বিমান

নয়া বিজ্ঞপ্তিতে কেন্দ্রের তরফে স্পষ্টতই জানানো হয়েথে আগামী ১৮ অক্টোবর থেকেই স্বাভাবিক ছন্দে ঘরোয়া স্তরে পরিষেবা দিতে পারবে বিমান পরিবহন সংস্থাগুলি। নেওয়া যাবে ১০০ শতাংশ যাত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে করোনার ফাঁস শক্ত হতেই প্রথম কোপ পরে বিমান চলাচলে। ২০২০ সালের মে থেকে অভ্যন্তরীণ বিমান সংস্থার যাত্রী ক্ষমতা সীমাবদ্ধ করে রেখেছিল বিমান চলাচল মন্ত্রক।

বর্তমানে, অন্তর্দেশীয় বিমানের ধারণক্ষমতার সীমা ছিল ৮৫ শতাংশ। যা এবার বেড়ে ১০০ শতাংশ হয়ে যাচ্ছে। যদিও এর আগে বেশ কয়েক ধাপে ধারণ ক্ষমতা বাড়ানো হয়। তবে পুরোপুরি ছাড় কখনও দেওয়া হয়নি। এদিকে যাত্রী কম হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছিল বিমান সংস্থাগুলি। তাই যাত্রীর পরিমাণ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হচ্ছিল অনেকদিন থেকেই। অবশেষে মিলল স্বস্তি।

এদিকে করোনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের বিমান পরিষেবাই বিঘ্নিত হয়েছে। দীর্ঘদিন সব ধরনের বিমান পরিষেবা একেবারে বন্ধ ছিল। করোনা সংক্রমণ কমার ইঙ্গিত মিলতেই ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্র অন্যদিকে করোনা গেরোয় টিকিট পেতেও চাপে পড়ছিলেন যাত্রীরা। এবার সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। যদিও দুই ঘণ্টার কম যাত্রাপথে খাবার পরিবেশনে থাকছে নিষেধাজ্ঞা।

English summary
All domestic flights will be able to take 100 percent passengers again, all restrictions have been lifted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X