For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বদলে সন্ত্রাস রোধে ঐক্যের সুর, অবিলম্বে সমুচিত জবাব দেওয়ার দাবি শিবসেনার

পুলওয়ামা জঙ্গি হামলায় সমবেতভাবে কড়া নিন্দার প্রস্তাব গৃহীত হল সর্বদল বৈঠকে। এই নিন্দা প্রস্তাবে প্রতিটি দলই সন্ত্রাসের প্রশ্নে দেশের ঐক্য়বদ্ধ ছবিটা তুলে ধরার পক্ষেই সওয়াল করেছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গি হামলায় সমবেতভাবে কড়া নিন্দার প্রস্তাব গৃহীত হল সর্বদল বৈঠকে। এই নিন্দা প্রস্তাবে প্রতিটি দলই সন্ত্রাসের প্রশ্নে দেশের ঐক্য়বদ্ধ ছবিটা তুলে ধরার পক্ষেই সওয়াল করেছে। পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যে অবস্থান গ্রহণ করেছে এবং যে যে পদক্ষেপ নিয়েছে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা, সপা-র মতো দল। ল

সন্ত্রাসপ্রতিরোধে সর্বদলে এক হওয়ার শপথ

শনিবার দুপুরে সংসদের লাইব্রেরি রুমে এই সর্বদল বৈঠক বসে। বৈঠকের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকে সরকার কী কী অবস্থান নিয়েছে এবং কোন কোন পদক্ষেপ করা হয়েছে তা বিস্তারিতভাবে সর্বদল বৈঠকে তুলে ধরেন। শুক্রবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হওয়া আলোচনা যা অন্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব সেই আলোচনার সিদ্ধান্তের কথা তুলে ধরেন রাজনাথ সিং।

শ্রীনগর-সহ উপত্যকার পরিস্থিতি নিয়ে সরকারি দৃষ্টিভঙ্গির কথাও এই বৈঠকে জানান রাজনাথ। প্রতিটি দল-ই সরকারের উপরে সন্ত্রাস প্রতিরোধে আস্থা প্রকাশ করে। এরপরই একটি রেজলিউশন পাস করানো হয়। যেখানে পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জওয়ানের মৃত্যুতে একযোগে নিন্দাপ্রস্তাব গৃহীত হয়। সীমান্তপার থেকে সন্ত্রাসে যে মদত দেওয়া হচ্ছে তা নিয়েও সহমত পোষণ করে রাজনৈতিক দলগুলি। তিনদশক ধরে ভারত সন্ত্রাসের কবলে। বিশেষ করে সীমান্তপার থেকে দেশের বুকে যেভাবে সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে তারও সমালোচনা হয় সর্বদল বৈঠকে।

বৈঠক থেকে বেরিয়ে শিবসেনার সঞ্জয় রাওয়াত জানান, সরকারের উচিত ইমিডিয়েট অ্য়াকশন করা।

কংগ্রেসের গুলামনবি আজাদ বলে, 'দেশের ঐক্য ও সুরক্ষা রক্ষায় আমরা সরকার ও নিরাপত্তা বাহিনীর পাশে আছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনও রাজনৈতিক ভেদাভেদ করছি না।এক্ষেত্র সরকারের সিদ্ধান্তের পাশেই রয়েছি।'

English summary
The resolution has passed in All Party Meeting and all political parties those was present in the meeting has strongly condemned the Pulwama Attack. Some one of them demands for immediate strong action.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X