For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষা ডাহা ফেল! যেসব কারণে মিলল না হরিয়ানার ফল

হরিয়ানায় অবাক করা ফল কংগ্রেসের। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতোও বটে। যেখানে রাজ্য থেকে ১০ টি লোকসভা আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি, সেখানে সব বুথ ফেরত সমীক্ষাকেই কার্যত ব্যর্থ প্রমাণ করে দিল মানুষে

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানায় অবাক করা ফল হল কংগ্রেসের। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতোও বটে। যেখানে রাজ্য থেকে ১০ টি লোকসভা আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি, সেখানে সব বুথ ফেরত সমীক্ষাকেই কার্যত ব্যর্থ প্রমাণ করে দিল মানুষের মতামত। বিজেপির খারাপ ফলের পিছনে জাঠ ভোটও বড় ভূমিকা পালন করেছে।

বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে অ্যাক্সিস ওয়ানকে বাদ দিলে বাকি সবার সমীক্ষাই ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। কেননা তাদের করা সমীক্ষায় দেখানো হয়েছিল ৯০ টি আসনের মধ্যে ৭০ টিই পেতে চলেছে বিজেপি। দিনের শেষে ভোটের য়ে ফল পাওয়া গিয়েছে, তাতে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। সামান্য কিছু আসনের ব্যবধান। অন্য দিকে ১১ টি আসনে এগিয়ে থাকা জননায়েক জনতা পার্টির নেতাতো জানিয়েই দিয়েছেন, তাঁকে যে মুখ্যমন্ত্রী করবে, সেই দলকে তিনি সমর্থন করবেন। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন নির্দল।

সবারই মনে প্রশ্ন, কেন হরিয়ানার বুথ ফেরত সমীক্ষার ফল মিলল না। কেননা সবাই ২০১৯-এর লোকসভা নির্বাচনকেই একটা সীমারেখা বলে ধরে নিয়েছিলেন।

ভোটের শতাংশই যখন সূচক

ভোটের শতাংশই যখন সূচক

ভোটের শতাংশের নিরিখে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট অনেকটাই কমে গিয়েছে। লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি পেয়েছিল ৫৮ শতাংশ ভোট, সেখানে বিধানসভা নির্বাচনে সেই ভোট নেমে গিয়েছে ৩৬ শতাংশে। ২০ শতাংশের ওপর ভোট কমলেও, ২০১৪-র বিধানসভা নির্বাচনের নিরিখে তাদের ভোটের বৃদ্ধি মাত্র ২-৩ শতাংশ।

অন্য রাজ্যের বিধানসভার ফলের সঙ্গে তুলনীয়

অন্য রাজ্যের বিধানসভার ফলের সঙ্গে তুলনীয়

হরিয়ানায় বিজেপির এই ফল ২০১৯-এর লোকসভা নির্বাচনে আগে নির্বাচন হওয়া গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটের ফলের সঙ্গে তুলনীয়। বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেই রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতার থাকলেও, বিধানসভা নির্বাচনের ওই ফল ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে মেলেনি।

কেন্দ্র ও রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী 'আলাদা' হাওয়া

কেন্দ্র ও রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী 'আলাদা' হাওয়া

হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির এই ফলাফল থেকে বলাই যায় সর্বভারতীয় পর্যায়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নরেন্দ্র মোদীর কোনও ক্ষতি করতে না পারলেও, তা ক্ষতি করেছে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির।

ভোট বেড়েছে কংগ্রেসের

ভোট বেড়েছে কংগ্রেসের

২০১৪-র বিধানসভা ভোটের নিরিখে হরিয়ানায় কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় ৯ শতাংশের মতো। হয়েছে ২৯ শতাংশের মতো। এর পাশাপাশি রয়েছে জেজেপি এবং ন্যাশনাল লোকদলের ভোট। এই ভাবেই বিজেপি বিরোধী ভোট বেড়েছে। ২০১৪-র বিধানসভা ভোটের তুলনায় ভোট বাড়াতে পারলেও আসন কমেছে বিজেপির।

 কংগ্রেসের সমর্থন জাঠদের

কংগ্রেসের সমর্থন জাঠদের

হরিয়ানায় বিরোধী ভোট বেড়েছে। কিন্তু এই ভোট বৃদ্ধিতে জাঠদের অবদানকে কোনওভাবেই অস্বীকার করতে পারে না বিরোধীরা। ২০১৪ কিংবা ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে বেশি সংখ্যায় জাঠ সম্প্রদায় বিরোধীদের ভোট দিয়েছেন।

অজাঠ মুখ্যমন্ত্রীর কারণেই বিজেপিকে কম ভোট

অজাঠ মুখ্যমন্ত্রীর কারণেই বিজেপিকে কম ভোট

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার অজাঠ হওয়ায় তার প্রভাব পড়েছে ভোটের বাক্সে। খাট্টার রাজ্যে ট্রাডিশনাল জাঠ ভোটের প্রভাবের কথা মানতে চাননি। কিন্তু জাঠেদের সংযুক্ত ভোটই বিজেপির বিপদ বাড়িয়েছে হরিয়ানায়।

<strong>ফের হারের মালা গলায় পরলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা</strong>ফের হারের মালা গলায় পরলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা

English summary
All major exit polls for Haryana goes wrong in Haryana Assembly results 2019. Jat consolidation against BJP played a role in Haryana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X