For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪ সালের মধ্যেই দেশছাড়া করব অবৈধ অনুপ্রবেশকারীদের, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

বিজেপি সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী চালু করবে। ফের একবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী চালু করবে। ফের একবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, ২০২৪ সালে হতে চলা পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই খুঁজে বের করে দেশছাড়া করা হবে লুকিয়ে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের। বিজেপিই দায়িত্ব নিয়ে একাজ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ।

খুঁজে খুঁজে তাড়াব অনুপ্রবেশকারীদের

খুঁজে খুঁজে তাড়াব অনুপ্রবেশকারীদের

হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়েছেন শাহ। এমাসের ২১ তারিখ সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। শাহ বলেছেন, ৩৭০ ধারা বাতিল করতে হলে হিম্মতের প্রয়োজন যা নরেন্দ্র মোদীর রয়েছে। তিন তালাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা ২০২৪ সালে ফের আপনাদের ভোট চাইতে আসব, তবে তার আগে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার কাজ বিজেপি সরকার করবে।

সারা দেশে এনআরসি

সারা দেশে এনআরসি

শাহের কথায়, সত্তর বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারীরা এদেশে এসে আমাদের নিরাপত্তা, অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। এই বিজেপি সরকার সঙ্কল্প করেছে এনআরসি তৈরি করে এদের বেছে বেছে দেশ থেকে তাড়ানোর।

জবাব দিক কংগ্রেস

জবাব দিক কংগ্রেস

কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেছেন, কেন ওঁরা তিন তালাক বা ৩৭০ ধারার বিরোধিতা করেছিল তার জবাব মানুষ চাইছে। এদিকে হরিয়ানাতেও এনআরসি বলবৎ করা হবে বলে গত মাসে জানিয়ে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

মোদীকে ধন্যবাদ জানানোর সুযোগ

মোদীকে ধন্যবাদ জানানোর সুযোগ

অমিত শাহ হরিয়ানায় প্রচারে গিয়ে গান্ধী, চৌতালা ও হুডা পরিবারকে একযোগে বিঁধেছেন। শাহ বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর হরিয়ানায় প্রথম ভোট হচ্ছে। এটাই সুযোগ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর। তাই ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর আবেদন করেছেন অমিত শাহ।

[ বাংলাদেশের নোবেল জয়ী ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ][ বাংলাদেশের নোবেল জয়ী ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ]

[মোদী আমলে চলছেই ঋণ খেলাপির ধারা! সংখ্যা দিয়ে চাঞ্চল্যকর তথ্য আরবিআই-এর][মোদী আমলে চলছেই ঋণ খেলাপির ধারা! সংখ্যা দিয়ে চাঞ্চল্যকর তথ্য আরবিআই-এর]

English summary
All illegal immigrants will be thrown out of India before 2024 lok Sabha Elections, says Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X