For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরসুম পেরোলেই ভোটের ঢাকে কাঠি! গুজরাতে আপ-কংগ্রেসের প্রতিশ্রুতির পরে সবার চোখ বিজেপির দিকে

উৎসবের মরসুম পেরোলেই ভোটের ঢাকে কাঠি! গুজরাতে আপ-কংগ্রেসের প্রতিশ্রুতির পরে সবার চোখ বিজেপির দিকে

  • |
Google Oneindia Bengali News

এবছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন এখনও নির্বাচনের দিন ঘোষণা করেনি। তবে গুজরাতবাসীর জন্য প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়েছে আপ ও কংগ্রেস। তবে সরকারে থাকা বিজেপি সেরকম ভাবে এখনও কিছুই বলেনি। ভোটারদের আকৃষ্ট করতে ক্ষমতাসীন বিজেপি কী করে এখন সেটাই দেখার।

আপ ও কংগ্রেসের প্রতিশ্রুতি

আপ ও কংগ্রেসের প্রতিশ্রুতি

বিনামূল্যের প্রতিশ্রুতিকে সামনে রেখে আপ পঞ্জাবের ক্ষমতা দখল করেছে। সেই পথেই গুজরাত জয়ের স্বপ্নে বিভোর অরবিন্দ কেজরিওয়াল। তিনি মোদীর রাজ্যে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা, বেকার ভাতা, মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা করে ভাতা, নতুন আইনজীবীদের মাসিক ভাতার মতো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিন কয়েক আগে গুজরাতে করা জনসভায় জানিয়েছেন, আপ যা প্রতিশ্রুতি দেবে, তার থেকে তারা কোনও অংশে কম যাবেনি না।

প্রতিশ্রুতিকে সামনে রেখেই নির্বাচন

প্রতিশ্রুতিকে সামনে রেখেই নির্বাচন

আপ ভোটদের বিনামূল্যে বিদ্যুৎ ও জলের প্রতিশ্রুতি দিয়েছে। তারাই গুজরাতে বিজেপির প্রতিপক্ষ হয়ে উঠছে চাইছে। এখনও পর্যন্ত বিজেপির আপের ফাঁদে পা দিয়ে বিনামূল্যের তেমন কোনও প্রতিশ্রুতির কথা ঘোষণা করেনি। অন্যদিকে তারা এব্যাপারে ভোটেরদের সতর্কও করেছে বিনামূল্যের প্রতিশ্রুতির ব্যাপারে।

কী করবে বিজেপি

কী করবে বিজেপি

গুজরাতে গত দু-দশকের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই দুদশক সময়ের মধ্যে বিনামূল্যের প্রতিশ্রুতির প্রতিযোগিতার সামনে তাদেরকে পড়তে হয়নি। এখনও পর্যন্ত তারা বিনামূল্যের প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। তবে শেষ পর্যন্ত তাঁরা বিনামূল্যের প্রতিশ্রুতির পথ বেছে নেবে কিনা তা এখনও জানা যায়নি। সাধারণ মানুষও এব্যাপারে অপেক্ষা করছেন। তবে বিজেপি বলছে, তাঁরা বিনামূল্যে টিকা দিচ্ছেন, বিনামূল্যে রেশন দিচ্ছেন।

কী বলছেন ভোটাররা, কী বলছেন বিশেষজ্ঞরা

কী বলছেন ভোটাররা, কী বলছেন বিশেষজ্ঞরা

গত ২০ বছরের বেশি সময় ধরে গুজরাতে বিজেপির শাসন। এবারই প্রথম প্রতিশ্রুতি নিয়ে দোটানায় রাজ্যবাসী। তাঁরাই বলছেন, প্রতিশ্রুতি নিয়ে এবার তাঁদের সামনে ভোট দেওয়ার বিকল্প রয়েছে। তাই শেষ পর্যন্ত তাঁরা কাকে বেছে নেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার যেমন আপ-কংগ্রেস বিনামূল্যের প্রতিশ্রুতি দিচ্ছে, তা রাজ্যবাসীর জন্য দিয়েছে বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেস ক্ষমতায় থাকার সময়ে কৃশিঋণ মকুব করেছিল। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলি তো পকেট থেকে কিছু দিচ্ছে না, যা হবে তা সাধারণের করের টাকায়। সেই কারণে প্রতিশ্রুতি দেওয়াটা সহজ। বিশ্লেষকরা ভোটারদের সতর্ক করে বলছেন যে পঞ্জাবে আপ বিনামূল্যের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা সরকারি কর্মীদের সময়মতো বেতনও দিতে পারছে না। সেই কারণে জনগণকেই এব্যাপারে সতর্ক থাকতে হবে।

দিল্লি ও পঞ্জাবে সাফল্যের জের, গুজরাত নির্বাচনে আপের দায়িত্বে রাঘব চাড্ডা দিল্লি ও পঞ্জাবে সাফল্যের জের, গুজরাত নির্বাচনে আপের দায়িত্বে রাঘব চাড্ডা

English summary
All eyes now on BJP as AAP-Congress already gave free promise in Gujarat before Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X