For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখ রাঙাচ্ছে করোনা, ফের বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান! শপিং মল, সিনেমা হলে থাকছে কড়া বিধিনিষেধ

চোখ রাঙাচ্ছে করোনা, ফের বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান! শপিং মল, সিনেমা হলে থাকছে কড়া বিধিনিষেধ

  • |
Google Oneindia Bengali News

এ যেন গত বছরেরই পুনরাবৃত্তি। গত বছর এই সময়েই প্রথম ভারতে কামড় বসায় মারণ করোনা। ২০২০ সালের মার্চের শেষেই শুরু হয়েছিল লকডাউন। এবারেও মার্চ পড়তেই সংক্রমণের গতি বাড়িয়েছে করোনা। এমনকী গত পাঁচদিনে দৈনিক সংক্রমণেও ভেঙেছে অতীতের রেকর্ড। এমতাবস্থায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবে ফের বন্ধ হয়ে গেল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন করে কড়া বিধিনিষেধ চাপানো হল শপিং মল সিনেমা হল গুলির উপরেও।

চোখ রাঙাচ্ছে করোনা, ফের বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান! শপিং মল, সিনেমা হলে থাকছে কড়া বিধিনিষেধ

এদিনই পাঞ্জাব সরকারের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যাতে স্পষ্টতই বলা হয়েছে মেডিকেল ও নার্সিং কলেজ ব্যতীত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সিনেমা হলের দর্শক সংখ্যাও কমিয়ে অর্ধেক করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কোনও শপিং মলে ১০০ জনের বেশি মানুষের প্রবেশাধিকারও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

অন্যদিকে কলেজ, মল, সিনেমা হলে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। গার্হস্থ্য অনুষ্ঠানেও ১০ থেকে ২০ জনের বেশি মানুষের প্রবেশে বেড়া টানার কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বাধিক করোনা আক্রান্ত ১১ জেলায় রবিবার শপিং মল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। বিবাহ ও শেষকৃত্য বাদ দিয়ে করা যাবে না কোনও সামাজিক অনুষ্ঠান। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বিবাহ ও শেষকৃত্যের ক্ষেত্রে ২০ জনের বেশি মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 গাড়ির ক্ষেত্রে খুব শিগগির 'জিপিএস' আবশ্যিক হতে পারে, মোদী সরকার হাঁটছে কোনপথে গাড়ির ক্ষেত্রে খুব শিগগির 'জিপিএস' আবশ্যিক হতে পারে, মোদী সরকার হাঁটছে কোনপথে

English summary
Corona infection in Punjab, all educational institutions in the state closed again to prevent infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X