For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কো- অপরেটিভ ব্যাঙ্ক নিয়ে কোমর কষছে আরবিআই! আসছে নয়া পদক্ষেপ

কো- অপরেটিভ ব্যাঙ্ক নিয়ে কোমর কষছে আরবিআই! আসছে নয়া পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিনিয়োগকারীদের নিরাপত্তার কথা ভেবে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। জানা গিয়েছে, সমস্ত কো অপরেটিভ ব্যাঙ্কগুলি এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে চলে আসছে। ফলে এবার থেকে ওই ব্যাঙ্কগুলির ওপর যে রিজার্ভ ব্যাঙ্কের নজরদারি থাকছে , তা বলাই বাহুল্য।

 কো- অপরেটিভ ব্যাঙ্ক নিয়ে কোমর কষছে আরবিআই! আসছে নয়া পদক্ষেপ

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কো অপরেটিভ ব্য়াঙ্ক নিয়ে এমনই তথ্য জানিয়েছেন। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপের ফলে বিনিয়োগকারী ও ব্যাঙ্কের গ্রাহকদের সুবিধা হবে। ব্যাঙ্কের আমানতকারীদের এক্ষেত্রে বড় সুবিধা হবে। উল্লেখ্য়, গত কয়েক মাস আগেই একের পর এক ব্যাঙ্কে যেভাবে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে তারপর ব্যাঙ্কে অর্থ আমানত হিসাবে রাখা নিয়ে বহু গ্রাহকই দুশ্চিন্তায় রয়েছেন।

প্রসঙ্গত, গোটা দেশে প্রায় ৫৮ টি মাল্টি স্টেট কো অপরেটিভ ব্যাঙ্ক রয়েছে। এগুলিকেও রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধনারে আওতায় রাখার কথা চলছে। অন্যদিকে, ১৪৮২ কোটি কো অপরেটিভ ব্যাঙ্ককেও রিজার্ভ ব্যাঙ্কের আওতায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তি আলোচনা কি শুধুই আইওয়াশ? তিব্বতে চিনা সেনার কার্যকলাপে ফের লাদাখ নিয়ে উঠছে প্রশ্নশান্তি আলোচনা কি শুধুই আইওয়াশ? তিব্বতে চিনা সেনার কার্যকলাপে ফের লাদাখ নিয়ে উঠছে প্রশ্ন

English summary
All co operatives banks to come under RBI Supervision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X