মাসের শুরু থেকে ব্যাঙ্কে তো যাবেন! নভেম্বরে অনেক ছুটি, আগে থেকে প্ল্যান করে নিন
পুজোর মরশুম চলছে। সবে মাত্র দুর্গাপুজো শেষ হয়েছে। এখনও অনেকগুলো পুজো বাকি আছে। দিওয়ালি (diwali), শনিবার, রবিবার। স্বাভাবিক নিয়মেই সরকারি অফিস থেকে ব্যাঙ্ক, ছুটি থাকবে সবই। নিয়ম অনুসারে রবিবার বাদ দিয়ে, দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক ছুটি থাকে।

দেশ জুড়েই উৎসবের মরশুম
এবছরে নভেম্বর জুড়েই যেন উৎসবের মরশুম। ফলে সরকারি, বেসরকারি অফিস থেকে ব্যাঙ্ক, সবেতেই একটু বেশি ছুটি। এবারের নভেম্বরে দিওয়ালি ছাড়াও রয়েছে গুরু নানকের জন্মবার্ষিকী।

কেন্দ্রের ছুটির দিনেই ব্যাঙ্কে ছুটি
সাধারণভাবে বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার ছুটির যে তালিকা প্রকাশ করে, তাই অনুসরণ করা হয় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে। তবে ব্যাঙ্কের ছুটির দিলগুলি অনেক সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে পড়ে থাকে। ফলে আগে থেকে পরিকল্পনা করে নিতে হয়, করে ব্যাঙ্কের কাজ সারতে হবে।

নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ
এবার নভেম্বরের প্রথম দিনটিই রবিবার। অর্থাৎ ১ নভেম্বর ব্যাঙ্ক ছুটি। এছাড়া বাকি ছয়দিন কাজ হবে। ফের ছুটি ৮ নভেম্বর রবিবার। ১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার, ছুটি। তবে ওইদিন দিওয়ালি পড়েছে। ১৫ নভেম্বর, রবিবারও ছুটি।

তৃতীয় ও চতুর্থ সপ্তাহ
২২ নভেম্বর রবিবার, ছুটি। ২৮ নভেম্বর, চতুর্থ শনিবার. ছুটি। ২৯ নভেম্বর রবিবার, ছুটি। ৩০ নভেম্বর গুরুনানকের জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি।
অর্থাৎ রবিবার পড়েছে ১,৮,১৫, ২২, ২৯ নভেম্বর। আর সেকেন্ড ও ফোর্থ স্যাটার ডে পড়ছে ১৪ ও ২৮ নভেম্বর।

প্রথম দফার ভোটের শুরুতেই টুইটারে প্রচার রাহুলের! বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে যেতে পারে বিজেপি