For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AIIMS-গুলির নামকরণের উদ্যোগ! এক-একটির জন্য তিন থেকে চারটি নাম প্রস্তাব

AIIMS-গুলির নামকরণের উদ্যোগ! এক-একটির জন্য তিন থেকে চারটি নাম প্রস্তাব

  • |
Google Oneindia Bengali News

প্রথমে ছিল দিল্লির এইমস (aiims) । এরপর একে একে বিভিন্ন রাজ্যে এইমস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এই মুহূর্তে সারা দেশে রয়েছে ২৩ টি এইমস। এর মধ্যে বাংলায় এইমস রয়েছে কল্যাণীতে। কেন্দ্রীয় সরকারের তরফে হাসপাতালগুলির নাম শুধু এইমস না রেখে স্বতন্ত্র ভৌগলিক পরিচয়ের ভিত্তিতে স্থানীয় বীর ও স্বাধীনতা সংগ্রামীদের নামে (name) তা করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের কাছে নাম জমা পড়েছে

স্বাস্থ্যমন্ত্রকের কাছে নাম জমা পড়েছে

সূত্রের খবর অনুযায়ী, ২৩ টি এইমসের বেশিরভাগই প্রস্তাবিত নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রকের কাছে জমা দিয়েছে। প্রসঙ্গত এব্যাপারে এইমসগুলির কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে তৈরি হচ্ছে এইমস

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে তৈরি হচ্ছে এইমস

সারা দেশে ২৩ টি এইমসের অনেকগুলি চালু হয়েছে। আর কিছু তৈরি হচ্ছে। নতুন যে এইমসগুলি তৈরি হয়েছে. তা হয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে। এইগুলিতে শুধুমাত্র তাদের অবস্থানের মাধ্যমে আলাদা করা হয়। যেমন দিল্লির এইমস। কিংবা বাংলায় কল্যাণী এইমস।

 খসড়া তৈরি

খসড়া তৈরি

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সম্পূর্ণ রূপে কাজ শুরু করা কিংবা আংশিকভাবে চালু ২৩ টি এইমস-এর নির্দিষ্ট নাম দেওয়ার জন্য প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে। এইমসগুলির নাম
নির্ধারণের জন্য পরামর্শ চাওয়া হয়েছিল। নাম ঠিক করতে আঞ্চলিক বীর, স্বাধীনতা সংগ্রামী কিংবা এইমসের স্বতন্ত্র ভৌগলিক পরিচয়, এলাকার ঐতিহাসিক কোনও পরিচিতি কিংবা স্মৃতিসৌধের নামে করার
প্রস্তাব রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এর ওপরে নির্ভর করে এই হেলথ ইনস্টিটিউটগুলির বেশিরভাগের ক্ষেত্রে এক-একটির জন্য তিন থেকে চারটি করে নাম প্রস্তাব করা হয়েছে।

দেশের বিভিন্ন জায়গায় চলছে এইমস তৈরির কাজ

দেশের বিভিন্ন জায়গায় চলছে এইমস তৈরির কাজ

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে এই মুহূর্তে বিহার (পাটনা), ছত্তিশগড় (রায়পুর), মধ্যপ্রদেশ (ভোপাল), ওড়িশা (ভুবনেশ্বর), রাজস্থান (যোধপুর) এবং উত্তরাখণ্ড (ঋষিকেশ)-এর প্রথম পর্যায়ে অনুমোদিত হয়েছিল।
যেগুলি এখন সম্পূর্ণ রূপে কাজ করছে। ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে যে ১৬ টি এইমস স্থাপন করা হয়েছে, তার মধ্যে ১০ টিতে এমবিবিএস কোর্স এবং ওপিডি চালু হয়েছে। এছাড়া দুটিতে শুধুমাত্র এমবিবিএস ক্লাশ
চালু হয়েছে। বাকি চারটি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

'আমিও গ্রেফতার হতে পারি,’ আহমেদাবাদের প্রচারে কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের 'আমিও গ্রেফতার হতে পারি,’ আহমেদাবাদের প্রচারে কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের

English summary
All AIIMS will be named after local heroes and freedom fighters, decides Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X