For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CDS-এর বিমান দুর্ঘটনার তদন্তে দায়িত্ব পাওয়া এয়ার মার্শাল মানবেন্দ্র সিং-কে চিনে নিন

CDS-এর বিমান দুর্ঘটনার তদন্তে দায়িত্ব পাওয়া এয়ার মার্শাল মানবেন্দ্র সিং-কে চিনে নিন

  • |
Google Oneindia Bengali News

সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটাদেশ। শুক্রবার সকালেই দিল্লির ব্রার স্কোয়্যারে তাঁর মরদেহকে শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী, অজিত ডোভাল, অমিত শাহ, রাহুল গান্ধী সহ বিশিষ্টজনরা৷ তবে শুধুই শোক নয়, রয়েছে প্রশ্নও। কপ্টার দুর্ঘটনার কিনারা করতে তদন্ত শুরুর কথা জানিয়েছে বায়ুসেনা। জানা গিয়েছে বায়ুসেনা আধিকারিক মানবেন্দ্র সিংয়ের নেতৃত্বে হবে এই তদন্ত।

CDS-এর বিমান দুর্ঘটনার তদন্তে দায়িত্ব পাওয়া এয়ার মার্শাল মানবেন্দ্র সিং-কে চিনে নিন

বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, সেনা সর্বাধিনায়কের কপ্টার দূর্ঘটনা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে। এর জন্য তিন বিভাগীয় তদন্তও শুরু করা হচ্ছে। তিনিই জানান, এয়ার মার্শাল মানবেন্দ্র সিংয়ের নেতৃত্বে হবে এই তদন্ত। কিন্তু কে এই মানবেন্দ্র? এই মুহুর্তে ট্রেনিং কম্যান্ডে প্রধান আধিকারিক মানবেন্দ্র সিং৷ এর আগে সাউদার্ন এয়ার কম্যান্ডে দীর্ঘদিন ধরে এয়ার অফিসার ইন কম্যান্ডিং ইন চিফের দায়িত্বও পালন করেছেন তিনি৷

Parliament roundup: অধিবেশনের দশম দিনে শান্তিপূর্ণ রাজ্যসভা, আলোচনা হল বুস্টার ডোজ নিয়েParliament roundup: অধিবেশনের দশম দিনে শান্তিপূর্ণ রাজ্যসভা, আলোচনা হল বুস্টার ডোজ নিয়ে

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র এয়ার মার্শাল মানবেন্দ্র সিং বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর৷ চাকরিজীবনের শুরু থেকেই হেলিকপ্টার চালানোয় অশেষ দক্ষতা তাঁর। সেনাবাহিনীতে যোগদানের পর নানা ধরনের হেলিকপ্টারের ককপিটের দায়িত্ব সামলেছেন মানবেন্দ্র৷ জীবনে মোট ফ্লায়িং টাইমও চমকে দেওয়ার মতো। জীবনের ৬৬০০ ঘণ্টা কেটেছে হেলিকপ্টারের ককপিটে কর্মরত অবস্থায়৷ উত্তর-পূর্ব উত্তরাখণ্ড, সিয়াচেন থেকে শুরু করে কঙ্গোর মতো চ্যালেঞ্জিং অবস্থায় হেলিকপ্টার উড়িয়েছেন মাণবেন্দ্র। প্রায় ৩৯ বছরের কর্মজীবনে একাধিক দায়িত্ব তথা পদ সামলেছেন তিনি। কঙ্গোতে ভারতীয় বায়ুসেনার শান্তিরক্ষা বাহিনীর সদস্যও ছিলেন তিনি। সাউদার্ন এয়ার কম্যান্ডে এয়ার অফিসার ইন কম্যান্ড এর প্রধান পদে দায়িত্ব সামলানোর আগে ফ্লাইট সেফটি এবং ইন্সপেকশনের ডিরেক্টর জেনারেল পদেও কাজ করেছেন তিনি৷ বায়ুসেনায় তাঁর অবদানের জেরে রাষ্ট্রপতির হাত থেকে অতিবিশিষ্ট সেবা মেডেল, বীর চক্র এবং বিশিষ্ট সেবা মেডেলও পেয়েছেন তিনি।

English summary
Air Marshal Manavendra Singh, is in charge of investigating the CDS's plane crash, here is the detail information about him,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X