For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় সরকারি পদের পরীক্ষায় বসে একসঙ্গে ডাহা ফেল সব পরীক্ষার্থী

গোয়ায় সরকারি পদে পরীক্ষায় বসে একসঙ্গে সব পরীক্ষার্থী ফেল করল।

  • |
Google Oneindia Bengali News

গোয়ায় সরকারি পদে পরীক্ষায় বসে একসঙ্গে সব পরীক্ষার্থী ফেল করল। সবমিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১০, ৮১৫ জন। মোট ৮০টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। তবে কোনও পরীক্ষার্থীই পাশ করতে পারেননি। মঙ্গলবার ফল ঘোষণার পর এই খবর সামনে এসেছে।

গোয়ায় সরকারি পদের পরীক্ষায় বসে একসঙ্গে ডাহা ফেল সব পরীক্ষার্থী

ডিরেক্টর অব অ্যাকাউন্টস প্রকাশ পেরেইরা জানান, এবছরের ১ জানুয়ারি পরীক্ষা হয়েছিল। ন্যূনতম নম্বর পেয়েও কোনও পরীক্ষার্থী পাশ করতে পারেননি।

মোট ৮০টি পদের মধ্যে ৪৩টি জেনারেল ক্যাটেগরির পদ ছিল। ২১টি পদ ছিল পিছিয়ে পড়া শ্রেণির জন্য। ৯টি পদ ছিল তপশিলি উপজাতি ও ২টি পদ ছিল তপশিলি জাতি ও স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্য। এছাড়া ১টি করে পদ প্রাক্তন কর্মী ও খেলার জগতের ব্যক্তিত্বদের জন্য ছিল।

[আরও পড়ুন: সেরার সেরা মমতার হ্যাটট্রিক, বিজেপিকে টেক্কা দিয়ে মাথায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রিত্বের শিরোপা][আরও পড়ুন: সেরার সেরা মমতার হ্যাটট্রিক, বিজেপিকে টেক্কা দিয়ে মাথায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রিত্বের শিরোপা]

সরকারি অন্য পরীক্ষায় যেমন প্রশ্ন হয়, তেমন ধাঁচেই প্রশ্ন হয়েছিল। প্রশ্নপত্র একেবারেই কঠিন ছিল না। তা সত্ত্বেও কারও পাশ না করাটা বেশ আশ্চর্যের বলে ডিরেক্টর অব অ্যাকাউন্টস প্রকাশ পেরেইরা ব্যাখ্যা করেছেন।

[আরও পড়ুন: ঝাঁকুনিতে খুলে আসে হাড়-গোড় - মেয়রের গর্ব, দেশের সেরা রাস্তা এই শহরের][আরও পড়ুন: ঝাঁকুনিতে খুলে আসে হাড়-গোড় - মেয়রের গর্ব, দেশের সেরা রাস্তা এই শহরের]

এই পরিস্থিতিতে ফের একবার বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিতে হবে। কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধীরা শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার রাজ্যের যুবকদের প্রতারণা করছে বলে অভিযোগ করা হয়েছে।

[আরও পড়ুন: লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! বাজপেয়ীকে সামনে এনে প্রস্তুতি শুরু বিজেপির][আরও পড়ুন: লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! বাজপেয়ীকে সামনে এনে প্রস্তুতি শুরু বিজেপির]

English summary
All 10,815 applicants fail Goa govt exam for accountant posts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X