For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ঢোকার রাস্তা বন্ধ! পাকিস্তান থেকে মরুপ্রান্তর পেরিয়ে ভারতে পাক গুপ্তচর, দেশে জারি সতর্কতা

পাকিস্তান থেকে মরুভূমির পথে গা ঢাকা দিয়ে ভারতে পাক গুপ্তচর

  • |
Google Oneindia Bengali News

গোপন পথে এবার পাকিস্তান থেকে গা ঢাকা দিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গুপ্তচররা। ইতিমধ্যেই সারা দেশের নিরিখে একটি সতর্কতা জারি করা হয়েছে এক আইএসআই গুপ্তচরকে নিয়ে। জানা গিয়েছে ৪ জনের দলের সঙ্গে গা ঢাকা দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করে ফেলেছে সে। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে বার বার সেনার কড়া পাহারার জেরে ওই সীমান্ত দিয়ে কিছুতেই ভারতের মাটিতে ঢুকতে পারছে না জঙ্গিরা । ফলে উপায়ান্তর না পেয়ে ঘুরপথে এবার ভারতে মাটি ছুঁয়ে ফেলতে ব্যস্ত পাকিস্তানি গুপ্তচররা।

আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে!

আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভারতে!

জানা গিয়েছে, ওই আইএসআই এজেন্ট ভারতে আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ঢুকে পড়েছে। তার সঙ্গে ৪ জন শাগরেদ রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, গুজরাত , রাজস্থান সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে এই গুপ্তচর।

 নাশকতার ইঙ্গিত

নাশকতার ইঙ্গিত

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪ জনের একটি গোষ্ঠীর সঙ্গে ভারতে অনুপ্রবেশ করা ওই ব্যক্তি মূলত, রাজস্থান কিংবা গুজরাতে রয়েছে গা ঢাকা দিয়ে। ভারতের বুকে নাশকতা ঘটাবার জন্যই এই ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে। আশঙ্কা করা হচ্ছে যেকোনও মুহূর্তে এরা জঙ্গি নাশকতা শুরু করতে পারে।

 পুলিশকে নির্দেশ

পুলিশকে নির্দেশ

ইতিমধ্যেই এই গুপ্তচরকে খুঁজতে পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভিড়ে ঠাসা এলাকাগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এমনকি রাজস্থান, গুজরাতের বিভিন্ন জায়গায় হোটেলগুলিতে চলছে তল্লশি।

English summary
Alert sounded after group of 4 along with ISI agent enter India , alert sounded in Gujarat and Rajasthan Border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X