For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই হামলার মতোই ফের পশ্চিম উপকূলকে টার্গেট পাক জঙ্গিদের, ইন্টেলিজেন্স রিপোর্টে নতুন আশঙ্কা

ইন্টেলিজেন্স রিপোর্ট মোতাবেক পশ্চিম উপকূলে হামলা হতে পারে। সেই জন্য শুধু গোয়া নয়, পাশাপাশি মুম্বই ও গুজরাতের উপকূলবর্তী এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গোয়ার উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা। উপকূলের সমস্ত জলযান, ক্যাসিনো, বারগুলির উপরে নজর রাখা হচ্ছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে যাতে কোনও ধরনের অসংলগ্ন অবস্থা দেখলেই খবর দেওয়া হয়।

মুম্বই হামলার মতোই ফের পশ্চিম উপকূলকে টার্গেট পাক জঙ্গিদের

প্রশাসন সূত্রে খবর, উপকূল দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। রাজ্যের বন্দর মন্ত্রী জানিয়েছে, জঙ্গিরা মাছ ধরার ট্রলারে চেপে গোয়ায় নেমেছে।

ইন্টেলিজেন্স রিপোর্ট মোতাবেক পশ্চিম উপকূলে হামলা হতে পারে। সেই জন্য শুধু গোয়া নয়, পাশাপাশি মুম্বই ও গুজরাতের উপকূলবর্তী এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়া পর্যটন দফতরের কাছে চিঠি এসেছে। বন্দরের ক্যাপ্টেন জেমস ব্র্যাগেঞ্জা লিখেছেন, জেলা উপকূল রক্ষী বাহিনীদের কাছ থেকে খবর এসেছে, করাচি থেকে ভারতের মাছ ধরার ট্রলারে জঙ্গিরা চেপে বসেছে। ভারতে এসে তারা জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করেছে।

ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, হতে পারে পাকিস্তানি জঙ্গিরা আগের বারের মুম্বই হামলার মতোই ভারতের বোট কব্জা করে উপকূলে ভিড়ে পড়তে পারে। কারণ কয়েকদিন আগে একটি ভারতীয় বোটকে পাকিস্তানি জলসেনা ধরে ফেলে। তারপর ২ এপ্রিল সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাতে কতজন রয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেজন্যই সতর্কতা জারি হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে এসে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। সেই হামলায় দেশি-বিদেশি বহু মানুষ খুন হন। ঘটনার পিছনে ছিল লস্কর ই তৈবার মতো সংগঠন।

English summary
An intelligence report of a possible attack on the Western coast was shared with the casinos. Apart from Goa, Mumbai, and Gujarat Coasts have also been alerted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X