For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cyclone Mandous: উত্তাল হবে সমুদ্র! প্রবল বৃষ্টির সঙ্গে ৭৫ থেকে ৯০ কিমি বেগে বইবে ঝড়

Cyclone Mandous: উত্তাল হবে সমুদ্র! প্রবল বৃষ্টির সঙ্গে ৭৫ থেকে ৯০ কিমি বেগে বইবে ঝড়

  • |
Google Oneindia Bengali News

IMD Forecasts, Cyclone Mandous: একাধিক কারণে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি! কার্যত এর ফলে ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া। আর যা বিজ্ঞানীদের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় আন্দামান সাগরে তৈরি ঘূর্ণিঝড় ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বিশেষ করে দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছে মৌসম ভবন। প্রতি মুহূর্তে তৈরি সাইক্লোন Mandous-এর উপর নজর রাখছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

সেই মতো নতুন এক আপডেটে মৌসম ভবন জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এবং সেটি শক্তিশালী ঝড়ে ( Mandous) পরিণত হবে বলে জানানো হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এরপরেই এই সমস্ত রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজ ৭ তারিখ থেকে এই সমস্ত রাজ্যে ঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করবে

পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করবে

তবে আগামী ৪৮ ঘন্টাতে পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৮ ডিসেম্বর তামিলনাড়ুর ১৩টি জেলায় এবং ৯ ডিসেম্বরের জন্য ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।যে সমস্ত যাওয়াতে আগামী ৪৮ ঘন্টাতে সবথেকে বেশি বৃষ্টি হবে সেগুলি হল রাজধানী চেন্নাই, কাঁচিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে চেন্নাইতে সাইক্লোন Mandous আছড়ে পড়তে পারে।

সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে

সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে

মৌসম ভবনের পূর্বাভাসের পরেই জরুরি বৈঠকে বসেন সে রাজ্যের প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে তামিলনাড়ুর একাধিক জায়গাতে NDRF - এর ৬টি দল মোতায়েন করা হয়েছে। এমনকি মৎস্যজীবীদের এই মুহূর্তে নিরাপদে চলে আসার কথা বলা হয়েছে। এমনকি ৮ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, Cyclone Mandous ঘন্টায় ৭৫ কিমি থেকে শুরু ৯০ কিমি গতিবেগে আছড়ে পড়তে পারে। ফলে ব্যাপক একটা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমনকি সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

ঘূর্ণিঝড় আসলে কি?

ঘূর্ণিঝড় আসলে কি?

সাধারণ ভাবে সামুদ্রিক ঝড়কে সাইক্লোন বলা হয়ে থাকে। আর সেই কারণে উপকূলভাবে ব্যাপক বৃষ্টি হয়। এমনকি ব্যাপকভাবে হাওয়া চলে। এই ধরণের ঝড়ের তীব্রতা ব্যাপক থাকে। আর এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিজ্ঞানের ভাষায় ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় হলো ঘূর্ণায়মান বায়ুর ভর, যার কেন্দ্রস্থলকে Thunderstorm বলা হয়। আর তা দুই ভাবে তৈরি হয়ে থাকে। একটি হল Tropical Cyclone এবং অন্য একটির নাম হল Temperate Cyclone। কর্কটক্রান্তি এবং মকর রাশির মধ্যবর্তী ঝড়কে ক্রান্তীয় ঘূর্ণিঝড় (Tropical) বলা হয় এবং যেগুলি উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে আসে তাকে নাতিশীতোষ্ণ (Temperate) ঘূর্ণিঝড় বলা হয়।

Weather News: ফের পারদ পতন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস Weather News: ফের পারদ পতন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Recommended Video

তাপমাত্রা হ্রাস কলকাতায়! কী বলছে আবহাওয়া দপ্তর? |OneIndia Bengali

English summary
alert for cyclone Mandous in Andhra Pradesh, Tamil Nadu, Puducherry, forecast of very heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X