For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলের কল খুলতেই মদ ঝরে পড়ছে অঝোরে! তাজ্জব করা ঘটনার নেপথ্যে কী

জলের কল খুলতেই অঝোরে ঝরছে মদ! তাজ্জব করা ঘটনার নেপথ্যে কী

  • |
Google Oneindia Bengali News

বাড়ির ঠিকানা সলোমনস অ্যাভিনিউ। ঘটনাস্থল দক্ষিণের রাজ্য কেরলের ত্রিশূর। আর এখানেরই ১৮ পরিবারের বাড়িতে আপাতত খেলে বেড়াচ্ছে চাঞ্চল্যের বিদ্যুৎ। রাতারাতি বাড়ি যেন 'পাব' হয়ে গিয়েছে এখানের ১৮ টি পরিবারের। কল খুলতেই ঝর ঝর করে বেরিয়ে যাচ্ছে মদ। কেন এমন ঘটছে , তা নিয়ে রয়েছে জল্পনা।

 কী দেখতে পাওয়া গিয়েছে প্রথম?

কী দেখতে পাওয়া গিয়েছে প্রথম?

একটি ন, দুটি নয়, টানা ১৮ টি পরিবার এমন 'মদের বন্যায়' হতবাক হয়ে গিয়েছে। একদিকে, কেরলে মদের ওপর বিধি নিষেধনিয়ে রয়েছে বেশ কিছু নিয়ম , অন্যদিকে বাড়ির কল থেকে অঝোরে মদ, সব মিলিয়ে রীতিমতো তাজ্জব ১৮ টি পরিবার। এমন পরিস্থিতিতে প্রশাসনকে গোটা ঘটনার কথা জানায় পরিবারগুলি। আর তারপরই তল্লাশি অভিযানে বের হয় আসল সত্যি!

ঘটনা ঘিরে রহস্যের উদ্ঘাটন

ঘটনা ঘিরে রহস্যের উদ্ঘাটন

গোটা ঘটনা ঘিরে রহস্যের উদ্ঘাটন হয় প্রশাসনিক তল্লাশিতে। দেখা যায়, এমন 'মদের ঝরনা'র সূত্রপাত ৬ বছর আগে। সেই সময় এলাকায় 'রচনা' বলে একটি পানশালা ছিল। যেখানে অবৈধ মদের বিক্রির রমরমা ছিল। কিন্তু সেই ৬ বছর আগের ঘটনার সঙ্গে ২০২০ সালের এমন ঘটনার সম্পর্ক কী? এমন প্রশ্নেরও নিরসন হয়।

৬০০০ লিটার মদ অবৈধভাবে রাখা ছিল

৬০০০ লিটার মদ অবৈধভাবে রাখা ছিল

জানা যায়, ৬ হাজার লিটারের মদ গত ৬ বছর ধরে অবৈধভাবে সেই জায়গায় রাখা ছিল মদ। কারণ কেরল আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ মদ বিক্রি সেখানে নিষেধ। সেই সময় সলোমনস অ্যাভিনিউতে যে অবৈধ মদের ঘাঁটি ছিল, সেই এলাকার কুয়োর কাছে মদের প্যাকেটে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। আর সেই মদ পরবর্তীকালে মাটির সঙ্গে মিশে যায়।কালক্রমে মদের অংশ মেশে কুয়োর জলেও। এরপরই কুয়োর জল ঘরের কলের সঙ্গে যুক্ত হয়। আর কল থেকে বেরিয়ে যেতে থাকে মদ। এরপরই আবগারী দফতেরর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কেরল প্রশাসন।

English summary
Alcohol Flowing from Water Taps, Kerala family gets stunned .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X