For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে হামলার ছক আল-কায়দার, ‘লোন উল্ফ’ আক্রমণের ছক কষছে বাংলাদেশী গবেষক দল

ভারতে হামলার ছক আল-কায়দার, ‘লোন উল্ফ’ আক্রমণের ছক কষছে বাংলাদেশী গবেষক দল

  • |
Google Oneindia Bengali News

ভারতে 'লোন উলফ’ বা একাকী ধাঁচের হামলার পরিকল্পনা করছে ভারতীয় উপমহাদেশের আলকায়দা বা একিউআইএস। সম্প্রতি আল-কায়দার ওয়েবসাইটে এই জাতীয় একাধিক উস্কানিমূলক ভিডিও দেখা গেছে বলে খবর। এজন্য তারা একিউআইএস বাংলাদেশ শাখার সাহায্য নিচ্ছে বলে খবর।

এই ধরনের উস্কানিমূলক ভিডিও প্রচারের পিছনে কারা রয়েছে ?

এই ধরনের উস্কানিমূলক ভিডিও প্রচারের পিছনে কারা রয়েছে ?

ভারতে একাকী হামলার জন্য সম্প্রতি তারা বাংলাদেশের একাধিক ইসলামী গবেষক ও আলেমদের একটি বৃহৎ দলকে নিয়োজিত করেছে বলে জানা যাচ্ছে। যারা ভারতীয় উপমহাদেশের আল-কায়দার একাধিক ওয়েব প্ল্যাটফর্মে সমগোত্রীয় বিভিন্ন নাম ব্যবহার করে একাধিক সাম্প্রদায়িক ও হিংসাত্মক ভিডিও প্রচার করছে।

 কাদের উপ হামলার সম্ভাবনা ?

কাদের উপ হামলার সম্ভাবনা ?

গোয়েন্দা সূত্রে খবর, আল-কায়দার প্রাথমিক নিশানায় রয়েছে সরকার, নিরাপত্তা সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন হিন্দুত্ববাদী নেতা। ‘লোন উলফ' বা একাকী ধাঁচের হামলার জন্যই বর্তমানে তারা সমনস্ক ঘাতকের খোঁজ চালাচ্ছে। আর তাই উগ্রবাদী চিন্তার মূলে করাঘাত করতেই বর্তমানে ওয়েবসাইট গুলিতে তারা প্রচুর উস্কানিমূলক কন্টেন্ট ছাড়ছে।

 কি এই লোন উল্ফ আক্রমণ ?

কি এই লোন উল্ফ আক্রমণ ?

ইতিমধ্যেই সমস্ত গোয়েন্দা সংস্থাকে একিউআইএস বাংলাদেশ চ্যাপ্টারের এই নতুন গতিবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ভিডিও গুলিতে বিশ্বব্যাপী একাধিক জায়গায় সংঘটিত ‘জিহাদি' কর্মকাণ্ডের সফলতা গুলির তুলে আনা হয়েছে। দেখানো হয়েছে কি ভাবে সফল ভাবে লোন উল্ফ আক্রমণ করা যায়। সংগঠিত না হতে পারলেও রেডিক্যালাইজড মতাদর্শ নিয়ে কোনও ব্যক্তি একাকী কি ভাবে হামলা চালাতে পারেও তাও বিশদে ব্যাখ্যা করা রয়েছে এই কন্টেন্ট গুলিতে।

নিয়মিত ভাবে চলছে কন্টেন্ট আপলোড

নিয়মিত ভাবে চলছে কন্টেন্ট আপলোড

গোয়েন্দা সূত্রে খবর, বিচ্ছিন্ন আক্রমণের জন্য সমনস্ক মানুষের খোঁজে এখন প্রায় নিয়মিতভাবে এআইকিউআইএস-র অনলাইন ফোরাম, ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়া চ্যানেল এই জাতীয় কন্টেন্ট আপলোড চলছে। হামলার জন্য নতুন করে উজ্জীবিত করতে আল-কায়দা প্রাথমিক ভাবে ভারত ও বাংলাদেশের সমনস্ক মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে বলেও গোয়েন্দা সূত্রে খবর।

করোনা আক্রান্ত মহিলাদের মধ্যে কোন পরিমাণের ঝুঁকি সবচেয়ে বেশি! গবেষণায় চাঞ্চল্য করোনা আক্রান্ত মহিলাদের মধ্যে কোন পরিমাণের ঝুঁকি সবচেয়ে বেশি! গবেষণায় চাঞ্চল্য

English summary
Al-Qaeda plans attacks in India, Bangladeshi scholar team plotting 'Lone Wolf' attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X