For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দির ভূমি পুজোর প্রাক্কালে যোগীর ‘রামরাজ্যে’র পরিস্থিতি বর্ণনা অখিলেশের

রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

Google Oneindia Bengali News

রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, বিজেপি সরকারের ব্যর্থ নীতিমালাগুলির কারণে দেশের মানুষ চাপে পড়েছেন এবং হতাশ হয়ে পড়ছেন। তিনি বলেন, দুই সরকার প্রকৃত সমস্যার সমাধান করতে পারেনি, এখন মন্দির তৈরিতে ব্যস্ত হয়েছে।

রামমন্দির ভূমি পুজোর আগে যোগীকে ‘রামরাজ্যে’র খোঁটা অখিলেশের

রবিবার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে সমাজবাদী সভাপতি বলেন, "করোনার যুগে সীমানা নিরাপদ নয়, ব্যবসা-বাণিজ্য বা চাকরিও নিরাপদ নয়, অর্থনীতিতে ধস নামছে, ব্যাংকগুলি ডুবে যাচ্ছে, আমানতের উপর সুদ হ্রাস পাচ্ছে, দুস্থ লোকেরা তাদের পিএফ থেকে টাকা তুলতে বাধ্য হচ্ছেন। বিজেপি সরকারের ভুল নীতির কারণে জনসাধারণ হতাশ হয়ে পড়ছে।

অখিলেশ বলেন, রাজ্যে তথা দেশে যখন কঠিন পরিস্থিতি মুখ্যমন্ত্রী তখন রাজ্যে রামমন্দির নিয়ে কথা বলছেন। রামরাজ্য গড়তে গিয়ে বাস্তবিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। খুন, ডাকাতি, অপহরণ হচ্ছে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার খবর পাওয়া গেছে। অপহরণের কাণ্ডে মন্ত্রীর নাম উঠে আসছে। বিজেপি নেতারাও অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত।

রাজ্যের বিজেপি সরকারকে আরও আক্রমণ করে অখিলেশ যাদব বলেন, "ক্ষমতায় বসে বিজেপির নেতারা এখন একে অপরকে দুর্নীতিবাজ বলছে। এটা বিরাট আশ্চর্যের বিষয়। সাংসদ বলছেন, ভেন্টিলেটরের জন্য দেওয়া অর্থ উধাও হয়ে গেছে। উন্নাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অপরাধীরা বিজেপির শাসনে শক্তিশালী। পুর কর্পোরেশন ঠিকাদার লখনউয়ের চিফ ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছেন। সিটি মেয়র তাকে সমর্থন করছেন।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ বিজেপির 'জনবিরোধী' নীতিমালার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং সমাজের দুর্বল অংশগুলির জন্য বিজেপির কোনও পরিকল্পনা নেই। এখন পরিস্থিতি এমন যে রাজ্য সরকার উৎসব উপলক্ষে এমনকী কর্মচারীদের বেতন দিতে সক্ষম হচ্ছে না। উত্তরপ্রদেশ রাজ্য কর্মচারী কল্যাণ কর্পোরেশনের কর্মচারীরা আড়াই বছরেরও বেশি সময় ধরে তাঁদের বেতন পাননি।

English summary
Akhilesh Yadav talks about 'Ram Rajya' in Yogi's UP ahead of Ayodhya Temple's 'Bhumi Pujan'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X