For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরুদ্ধে মোদী বিরোধী বিকল্প মুখ মমতাকে পাশে চায় সপা, দূত পাঠালেন অখিলেশ

বিজেপির বিরুদ্ধে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহচর্য চাইছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি সেই কারণেই মমতা বন্যো্যপাধ্যায়ের কাছে দূত হিসেবে কিরণময় নন্দকে পাঠাচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহচর্য চাইছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি সেই কারণেই মমতা বন্যো্যপাধ্যায়ের কাছে দূত হিসেবে কিরণময় নন্দকে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই অখিলেশের দূত হয়ে কলকাতায় হাজির হয়েছেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী কিরণময় নন্দ। মঙ্গলবারই তিনি বৈঠক করবেন মমতা বন্যোমপপাধ্যায়ের সঙ্গে।

বিজেপির বিরুদ্ধে মোদী বিরোধী বিকল্প মুখ মমতাকে পাশে চায় সপা

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে মোদী-শাহ সম্বলিত বিজেপিকে পর্যুদস্ত করে জাতীয় রাজনীতিতে বিকল্প মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ চাইছেন মমতার সেই ভাবমূর্তিকেই কাজে লাগাতে। তিনি চান যৌথ লড়াইয়ের পরিকল্পনা রচনা করতে। তাই কিরণময় নন্দকে পাঠিয়ে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠাচ্ছেন।

উত্তরপ্রদেশে ভোট ১০ ফেব্রুয়ারি থেকে শুরু। মোট সাত দফায় ভোট হবে যোগী-রাজ্যে। সমাজবাদী পার্টি বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার পরিকল্পনা নিয়েছিল আগেই। সেইমতো রাজ্যের ছোট দলগুলিকে সঙ্গে নিয়েছিল তারা। সিপিএমও ইতিমধ্যে সমাজবাদী পার্টিকে সমর্থনের বার্তা দিয়েছে। এবার অখিলেশ যাদব হাত ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের। তাই তিনি নিজের উদ্যোগে দূত পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহচর্য চাইছেন।

কিরণময় নন্দ কলকাতায় পা দিয়েই জানান, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জিততে তৃণমূলকে সঙ্গে চায় সমাজবাদী পার্টি। সপা সুপ্রিমো অখিলেশ যাদব সেই ইচ্ছাই প্রকাশ করেছেন। তৃণমূল উত্তরপ্রদেশে কোনও আসনে প্রার্থী না দিলেও সমাজবাদী পার্টিকেই যাতে পূর্ণ সমর্থন করেন, সেই দাবি জানাবেন কিরণময় নন্দ। অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সাংবাদিক বৈঠকও চায় সমাজবাদী পার্টি।

সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে এবার জোট করেছে আরএলডি, এনসিপি, সুহেলদেব ভারতীয় জনতা পার্টি, জনবাদী পার্টি (সমাজবাদী), আপনা দল (কৃষ্ণা প্যাটেল), পিএসপি-এল ও মহান দলের। এবার যুক্ত হল সিপিএমও। তবে এবার কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটের রাস্তায় হাঁটেনি সমাজবাদী পার্টি। ছোট দলের সঙ্গে জোট করে এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অখিলেশ যাদব। সিপিএমের সমর্থনের পর তৃণমূলের সমর্থন আদায় করতে চাইছেন অখিলেশ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল। ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে দু-একজন নেতাকে সঙ্গে নিয়েছে তারা। সেই কারণে মনে করা হয়েছিল তৃণমূল উত্তরপ্রদেশেও সংগঠন গড়ে ভোটে লড়তে পারে। তবে তৃণমূল এবার উত্তরপ্রদেশের ভোটে প্রার্থী দিচ্ছে না। সমাজবাদী পার্টি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিন।

English summary
Akhilesh yadav sends messenger to Mamata Banerjee for supporting in Uttar Pradesh Election 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X