For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতলেই ফিরে এসে ফ্রি-তে 'স্মার্টফোন' বিলি, কথা দিলেন অখিলেশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ৫ সেপ্টেম্বর : আগামী বছর রাজ্য বিধানসভা ভোট। আর সেকথা মাথায় রেখেই ভোটারদের দলে টানতে নয়া ফিকির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের। গতবারের ফ্রি ল্যাপটপের পরে এবার একেবারে বিনামূল্যে ভোটারদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ঘোষণা করলেন তিনি। [বারাণসীতে বাড়ির ছাদ শ্মশানঘাট বানিয়ে চলছে শেষকৃত্য]

তবে শর্ত একটাই। সমাজবাদী পার্টিতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিতিয়ে ফের ক্ষমতায় আনতে হবে। একমাত্র তাহলেই ২০১৭ সালের দ্বিতীয়ার্ধে রাজ্যবাসীর হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে। [দলিত হওয়ায় মন্দিরে জল পেল না কিশোরী, ত্রিশূল নিয়ে বাবাকে তাড়া পুরোহিতের]

ভোটে জিতলেই ফিরে এসে ফ্রি-তে 'স্মার্টফোন' বিলি: অখিলেশ যাদব

১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই ফোনের জন্য আনলাইনে আবেদন করতে পারবেন। তবে তাঁর পরিবারের রোজগার বছরে ২ লক্ষ টাকার কম হতে হবে। এই সপ্তাহের শেষদিকেই এই অনলাইন বুকিং শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। [উত্তরপ্রদেশে ৫০-১০০ টাকায় রমরমিয়ে বিকোচ্ছে 'লাইভ' ধর্ষণের ভিডিও]

জানা গিয়েছে, এই 'স্মার্ট' যোজনার মাধ্যমে রাজ্যের গরিব মানুষদের সরকারি যোজনা ও নীতি সম্পর্কে ওয়াকিবহাল করা সম্ভব হবে। এই নতুন স্মার্টফোনে আপডেটেড সফটওয়্যার থাকবে এবং একটি বিশেষ অ্যাপ থাকবে, যার মাধ্যমে সরাসরি রাজ্য সরকারের বিভিন্ন নীতি নিয়ে মতামত দেওয়া যাবে। [অযোধ্যা মন্দিরের জমিতেই পুনঃনির্মাণ হবে ৩০০ বছর পুরনো মসজিদের]

প্রসঙ্গত, ২০১২ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার সময়ে ছাত্রদের মধ্যে ফ্রি ল্যাপটপ বিলির কথা ঘোষণা করেছিল অখিলেশ সরকার। এরপরে ক্ষমতায় ফিরে সেই কথা অনেকাংশে রক্ষা করলেও বিস্তর সমালোচনার মুখে পড়েছিল সমাজবাদী পার্টি সরকার। মনে করা হচ্ছে, এবছরও গদি বাঁচাতে ফের স্মার্টফোনের আশ্রয় নিলেন অখিলেশ সিং যাদব।

English summary
Akhilesh Yadav's Smartphone Offer To Uttar Pradesh Voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X