সিএএ বিক্ষোভে সামিল অখিলেশের নাবালিকা মেয়ে! ছবি ভাইরাল হতেই 'সপা' শিবির কোন যুক্তি দিল
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অখিলেশ যাদবের মেয়ে টিনা যাদবের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে টিনা সিএএ বিক্ষোভে সামিল হয়েছেন। আর এই ভাইরল পোস্ট নিয়ে এবার মুখ খুলল সপা।

সমাজবাদী পার্টির তরফে দলের প্রতিষ্ঠানা মুলায়ম যাদবের নাতনি তথা অখিলেশ কন্যা টিনাকে নিয়ে সাফাই দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, টিনা যাদব সিএএ বিক্ষোভের সময় ওই এলাকা দিয়ে হাঁটছিল মাত্র। ১৪ বছরের টিনা ওই বিক্ষোভে অংশ নেয়নি বলেও জানানো হয়েছে পার্টির তরফে। প্রসঙ্গত, এর আগে, উত্তরপ্রদেশে যাদবদের বাংলোর কাছে একটি ক্লক টাওয়ারের কাছে টিনা যাদবকে সিএএ বিরোধী মিছিলে দেখা যায়। আর সেই ছবি নিয়েই শুরু হয় বিতর্ক।
সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, অখিলেশের মেয়ে টিনা কোনও মতেই সিএএ বিরোধী কোনও আন্দোলনের শরিক হয়নি। যদিও অখিলেশ নিজে সিএে বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি , তিনি নিজেও কয়েকবার নাগরিকত্ব নথি সংক্রান্ত কাজগ দেখাতে অস্বীকার করার বার্তা দেন দলীয় কর্মীদের।

যতই বিরোধিতা করুন, দেশ জুড়ে লাগু হবে সিএএ! বিরোধীদের স্পষ্ট বার্তা অমিত শাহর