For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমালোচকদের চুপ করাতে পাঁচ জেলার পুলিশ প্রধানকে সরালেন অখিলেশ

Google Oneindia Bengali News

সমালোচকদের চুপ করাতে পাঁচ জেলার পুলিশ প্রধানকে সরালেন অখিলেশ
লখনউ, ৬ জুন : রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে সর্বস্তর থেকে চাপ আসায় অবশেষে পুলিশি ব্যবস্থায় বড় রদবদল আনল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বৃহস্পতিবার পাঁচ জেলার পুলিশ প্রধানদের সরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে ডিজিপি অফিসে। এর পাশাপাশি স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর নয়া আইজি নিয়োগও করা হচ্ছে।

রাজ্য স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আশুতোষ কুমার,বিজনোরের পুলিশ সুপার অনিশ আহমেদ আনসারি, হাপুরের পুলিশ সুপার মহেন্দ্র পাল সিং, সাহারানপুরের সিনিয়র পুলিশ সুপার মনোজ কুমার এবং আয়ুরাইয়ার পুলিস সুপার সৈয়দ ওয়াসিম আহমেদকে সরিয়ে ডিজিপি অফিসে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

বরিষ্ঠ আইপিএস আধিকারিক সুজিত পান্ডেকে নিয়োগ করা হচ্ছে স্পেশ্যাল টাস্ক ফোর্সের আইজি পদে। এই দায়িত্বে আগে ছিলেন আশিস গুপ্ত। এখনও পর্যন্ত অবশ্য তাঁর নয়া পদ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র।

ডিআইজি (অগ্নিনির্বাপন পরিষেবা) বিজয় কুমার গর্গকে ঝাঁসির ডিআইজি বানানো হল। ইটাহ-র সিনিয়র পুলিশ সুপার অমিত পাঠককে সমান ক্ষমতা দিয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্সে পাঠানো হল। এবং পুলিশ সুপার (ট্রাফিক) অজয় মোহন শর্মাকে ইটাহ-র সিনিয়র পুলিশ সুপার করে পাঠানো হল।

স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব দীপক সিংহল এবং ডিজিপি এএল বন্দ্যোপাধ্য়ায় বৃহস্পতিবার আলিগড় পরিদর্শনে যান। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ/ট্রাফিক)সিকিজ্জুমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আশারাম যাদবকেও স্থানান্তরিত করে ডিজিপি অফিসে বসানো হয়েছে।

English summary
Akhilesh Yadav moves police chiefs of five districts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X