সিএএ নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণ অখিলেশ যাদবের
উত্তর প্রদেশের লখনউয়ে সভা করতে গিয়ে প্রকাশ্যে সিএএ নিয়ে অখিলেশ যাদবকে বিতর্কে সামিল হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন অমিত শাহ। তার পাল্টা জবাবে অখিলেশ যাদব বলেছেন, মানুষ তাঁদের প্রতারণার জবাব দেবেন।

টুইটে সরাসরি নাম না করে অমিত শাহকে আক্রমণ করে অখিলেশ যাদব লিখেছেন, এক বাবাতে হয়না উত্তর প্রদেশে আবার এক ভণ্ড বাবা উপদেশ দিতে হাজির হয়েছেন। এই ভণ্ড বাবারা মানুষের মন ভুলিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করে। এই ভন্ড বাবাদের যখন মুখোস খুলে যায় তখন মানুষ তার পাল্টা জবাব দেয়।

এদিকে উত্তর প্রদেশে সিএএ চালু করে দিয়েছেন যোগী সরকার। ইতিমধ্যেই প্রায় ৪০,০০০ বাংলাদেশি হিন্দু শরণার্থীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে যোগী সরকার। এরই মধ্যে আবার দফায় দফায় উত্তর প্রদেশে সিএএ বিরোধী আন্দোলন চলছে। মঙ্গলবার লখনউয়ে সিএএ নিয়ে বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।