লক্ষ্য হিন্দু ভোট, বজরংবলীর ছবি নিয়ে মিছিল অখিলেশের
২০১৭ সালে রাজ্যের ক্ষমতা হাতছাড়া হয়েছিল। তারপর থেকে পাঁচ বছর যোগী শাসন দেখেছে উত্তরপ্রদেশ। তবে আগামী নির্বাচনে সেই হারানো গদি ফিরে পেতে চান সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। নির্বাচনে জিততে এতদিন ধরে জনসভা, মিটিং, মিছিলে প্রচার চলছিলই। এবার রথে চেপে ভোট প্রচার শুরু করলেন অখিলেশ৷ এবং বুধবার প্রচারের মাঝেই হঠাৎ হিন্দুদের আরাধ্য বজরংবলী হলুমানের ছবি হাতে তুলে নেন অখিলেশ যাদব৷ ছবি হাতে নিয়েই বেশ কিছুক্ষণ চলে ভোট প্রচার৷

কেন বজরংবলীর শরণাপন্ন অখিলেশ?
উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মুসলিম ভোটকে নিজেদের ঝুলিতে ভরতে চেয়েছে সমাজবাদী পার্টি। এমনকি দেশভাগের খলনায়ক মহম্মদ আলি জিন্নার প্রশংসাও শোনা গিয়েছে অখিলেশের গলায়৷ এবার ভোটপ্রচারে বেরিয়ে হিন্দুদের আরাধ্য বজরংবলীর সাহায্য নিতে দেখা গেল অখিলেশকে৷

ভারতের রাজনীতিতে রথের গুরুত্ব!
উত্তরপ্রদেশে রথযাত্রার এক বিশেষ গুরুত্ব রয়েছে। ন'য়ের দশকের প্রথমদিকে রাম জন্মভূমি আন্দোলন যখন একেবারে মধ্য গগণে, বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আদবানীর রথযাত্রা সাড়া ফেলে দিয়েছিল রাজ্যজুড়ে৷ সে সময় ব্যাপক মাইলেজ পেয়েছিল বিজেপি। এবার সেই একই পথে হাঁটতে চান অখিলেশও। বিজেপির অস্ত্রেই তাদের ঘায়েল করতে চান মুলায়ম পুত্র।

রথ ও বজরংবলীর ছবি নিয়ে চমক!
উন্নাওতে রথে চেপে জনসমক্ষে আসেন অখিলেশ। দলীয় কর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে উপহার গ্রহণ করতে দেখা যায় তাঁকে। এর মধ্যেই একটি ছবি নজর কাড়ে সবার। দেখা যায়, অখিলেশ হনুমানের একটি ছবি ধরে রয়েছেন। ছবিটিতে হনুমানের পায়ের নীচে সমাজবাদী পার্টির প্রতীক চিহ্ন বাইসাইকেলেও চোখ যায় অনেকের৷ জানা যায়, একজন দলীয় কর্মী অখিলেশকে এই উপহার দিয়েছেন। প্রতীকটির পাশে লেখাও রয়েছে সেই কর্মীর নাম।

উত্তরপ্রদেশ ও হিন্দু ভোট সমীকরণ!
উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে যারা অল্প হলেও খোঁজ খবর রাখেন, তাঁরা জানেন, এই রাজ্যে নির্বাচনে জিততে হলে হিন্দু পরিচয় নিয়েই জিততে হবে৷ অখিলেশও তার ব্যাতিক্রম নন। আগামী নির্বাচনের আগে তাই নিজের হিন্দু পরিচয় তুলে ধরতে সচেষ্ট তিনি। বিশেষজ্ঞদের মতে, এই কারণেই রথযাত্রা এবং সেখানে বজরংবলীর ছবি ধরে তাঁর উচ্ছ্বাস।

শেষ ক'বছরে মোদীর সামনে দাঁড়াতে পারেনি সপা!
২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই একের পর এক লড়াইতে গো-হারান হেরেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করে, বিজেপি খুবই সূক্ষভাবে সমাজবাদী পার্টিকে হিন্দু বিরোধী বলে দেখাতে পেরেছে। আর ঠিক এই কারণেই ২০১৭ বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভায় হেসেখেলে জিতেছে বিজেপি। কাজেই এবার আর এক ভুল করতে চাইছে না সমাজবাদী পার্টি। নিজেদের ওপির থেকে মুসলিম তোষণকারী দলের ট্যাগ সরিয়ে হিন্দু দরদ প্রমাণ করতে চাইছে৷

লক্ষ্য দলিত ভোটও!
তবে শুধুই হিন্দু দরদী ইমেজ বললে ভুল হবে। অখিলেশ নিজেকে সেক্যুলার নেতা বলেও তুলে ধরতে চাইছেন। উন্নাওতেও এর ছোঁয়া দেখা গিয়েছে৷ রথযাত্রা চলাকালীন এক দলীয় কর্মীর দেওয়া বি আর আম্বেদকরের ছবিও উপহার স্বরূপ গ্রহণ করতে দেখা যায় তাঁকে।