For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অখিলেশের খোলাখুলি মুসলিম সমর্থন-সপার অতীত ইতিহাস, যোগীর ক্ষমতায় ফেরার সহায়ক হয়েছে

অখিলেশের খোলাখুলি মুসলিম সমর্থন-সপার অতীত ইতিহাস, যোগীর ক্ষমতায় ফেরার সহায়ক হয়েছে

  • |
Google Oneindia Bengali News

যোগীর কট্টর হিন্দু ইমেজের সামনে মুসলিম টোটকা খেলতে গিয়েই বোধহয় লড়াইটা আরও সহজ করে দিলেন অখিলেশ। নাহলে একটা সময় উত্তরপ্রদেশে 'যোগী টু পয়েন্ট ও' সরকার গঠন এতটাও সহজ ছিল না বিজেপির কাছে৷ রামমন্দির নির্মাণ হোক কিংবা কাশী করিডর নির্মাণ, হিন্দুত্বের সবচেয়ে গোপন তাসগুলো সময়ই মতো খেলেছিল বিজেপি৷ তারসঙ্গে ছিল ১৯৯০ এ অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের সময় অযোধ্যাগামী কর সেবকদের উপর উত্তরপ্রদেশ সরকারের গুলি চালানোর ঘটনা৷ রাজ্যের বড় অংশের হিন্দু ভোটকে বিজেপিমুখী করার জন্য এগুলোও যথেষ্ট ছিল ভোটের আগে অখিলেশের জিন্না প্রশস্তি সেই কারণকে আরও শক্তি যুগিয়েছে। স্বাভাবিকভাবেই নিজের পাতা ফাঁতেই পড়েছেন অখিলেশ

অখিলেশ ও জিন্না প্রশস্তি!

অখিলেশ ও জিন্না প্রশস্তি!

২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত জায়গাতে গিয়ে সরাসরি মুসলিম লিগ এবং মহম্মদ আলি জিন্নার প্রশংসা করে বসেন অখিলেশ৷ এমনকি কয়েকটি জায়গাতে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটলের সঙ্গেও জিন্নার তুলনা টানেন৷ অখিলেশের এই জিন্না প্রস্ততিকেই গোটা উত্তরভারতে তাঁর বিরুদ্ধে প্রচারে কাজে লাগায় বিজেপি!

যো রাম কো লায়ে হ্যায়, হম উনকো লায়েঙ্গে

যো রাম কো লায়ে হ্যায়, হম উনকো লায়েঙ্গে

(যারা রামকে নিয়ে এসেছে, আমরা তাদের নিয়ে আসব)

২০২১ বঙ্গ-বিধানসভা নির্বাচনে এবং তার পরেও তৃণমূলের সবচেয়ে সফল ও শক্তিশালী ও জনপ্রিয় স্লোগান ছিল 'খেলা হবে' যা দেবাংশু ভট্টাচার্য শুরু করলেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সব ছোট বড় নেতাদের মুখে মুখে ঘুরত৷ এমনকি নির্বাচনের ময়দানে তৃণমূল সমর্থকদের অন্যতম বড় শক্তি ছিল এই স্লোগান। একই রকমভাবে গোটা উত্তরপ্রদেশ জুড়ে ২০২২ এর নির্বাচনে বিজেপির সবচেয়ে জনপ্রিয় স্লোগান হল, 'যো রাম কো লায়ে হ্যায়, হম উনকো লায়েঙ্গে।' যার বাংলা করলে দাঁড়ায়, 'যারা রামকে অযোধ্যায় নিয়ে এসেছে, আমরা তাদের নিয়ে আসব।' এই স্লোগান উত্তরপ্রদেশ তো বটেই গোটা ভারতবর্ষের হিন্দুদের বড় অংশকে আকর্ষণ করতে সমর্থ হয়েছে৷ অন্যদিকে অতীতে করসেবকদের উপর গুলি চালানোর ঘটনার ইতিহাস সপার বিপক্ষে গিয়েছে৷

কিরানা থেকে হিন্দু বিতাড়ন

কিরানা থেকে হিন্দু বিতাড়ন

২০১৪-১৫ সালে উত্তরপ্রদেশের শ্যামলী জেলার কিরানা ও কনধন থেকে প্রচুর হিন্দুরা অন্য জায়গাতে পালাতে বাধ্য হন৷ এর পেছনে ছিল মুকিম কালা নামের এক কট্টর ইসলামিস্ট মাফিয়া। এই সময় উত্তরপ্রদেশে সপার সরকার ছিল। ২০১৪-র পরে মানবাধিকর কমিশন এই ঘটনার জন্য সে সময়ের উত্তরপ্রদেশ সরকার (সপার সরকার)কে একটি নোটিশ পাঠিয়ে ছিল এমনকি বিজেপি সাংসদ হুকুম সিং কিরানা থেকে বিতাড়িত হওয়া ৩৪৬ টি হিন্দু পরিবারে তালিকা প্রকাশ করেছিলেন৷ এই ইস্যুকে ২০২২র ভোটেও অখিলেশের বিরুদ্ধে ব্যবহার করতে ছাড়েনি বিজেপি!

English summary
Akhilesh's open Muslim support and samajwadi party's past history has helped Yogi return to power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X