For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ঠেকাতে ছোট দলগুলির সঙ্গেই গাঁটছড়া, আসন্ন নির্বাচনে রণকৌশল বদলাচ্ছেন অখিলেশ

বিজেপিকে ঠেকাতে ছোট দলগুলির সঙ্গেই গাঁটছড়া, আসন্ন নির্বাচনে রণকৌশল বদলাচ্ছেন অখিলেশ

  • |
Google Oneindia Bengali News

বেজে গিয়েছে নির্বাচনী দামামা। এবার তার আগে এক এক কের ঘুঁটি সাজাতে ব্যস্ত যোগী রাজ্যের কমবেশি প্রতিটা রাজনৈতিক দলই। বহুজন সমাজবাদী পার্টি থেকে ইতিমধ্যেই একযোগে নয় বিধায়ককে টেনে নিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন সমাজাবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অনেকটাই কোণঠাসা হয়েছেন মায়াবতী। এবার আসন্ন নির্বাচনী রণকৌশল ঠিক করতে গিয়ে কার্যত বোমা ফাটালেন অখিলেশ।

ছোট দলগুলির সঙ্গেই গাঁটছড়া

ছোট দলগুলির সঙ্গেই গাঁটছড়া

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সাফ জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার লড়াইয়ে অন্য কৌশল নিচ্ছে সমাজবাদী পার্টি। বিএসপি বা কংগ্রেসের মতো কোনও বড়দল নয়, বরং রাজ্যের বিভিন্ন ছোট ছোট দলের সঙ্গে জোট করেই এবারের নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি চলছে বলে জানান সমাজবাদী পার্টি বা প্রধান।

 লোকসভা নির্বাচনেও ধরাশায়ী জোট

লোকসভা নির্বাচনেও ধরাশায়ী জোট

এদিকে কংগ্রেস এবং বিএসপি-র হাত ধরেই শেষ লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন অখিলেশ। কিন্তু তাতেও হয়নি বিশেষ সুবিধা। উল্টে শক্তিক্ষয় হয়েছিল সমাজবাদী পার্টির। মাত্র ৫টা আসন আসে অখিলেশের ঝুলিতে। আর সেই কারণেই বড় দলগুলোর ছোঁয়াচ এড়িয়ে ছোট দলগুলোকে নিয়েই আসন্ন নির্বাচনে কোমড় বেঁধে নামতে চাইছেন উত্তরপ্রদেশের এই পোড় খাওয়া রাজনীতিবিদ, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

 ভোটবাক্সেই যোগীকে শিক্ষা দেবে রাজ্যবাসী

ভোটবাক্সেই যোগীকে শিক্ষা দেবে রাজ্যবাসী

অন্যদিকে এদিনে সাক্ষাৎকারে যোগী সরকারের বিরুদ্ধেও একের পর এক তোপ দাগতে থাকেন অখিলেশ। করোনা মোকাবিলায় যোগীর বিজেপি সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে বলেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। উল্টে যোগী কর্মকাণ্ডের জেরেই বর্তমানে উত্তরপ্রদেশের সিংহভাগ মানুষ তাঁর সরকারের উপর হতাশ হয়ে পড়েছে বলে দাবি সপা সুপ্রিমোর।

একনজরে শেষ বিধানসভা ভোটের সমীকরণ

একনজরে শেষ বিধানসভা ভোটের সমীকরণ

করোনা মোকাবিলায় ব্যর্থতার পাশাপাশি মূল্যবৃদ্ধি, কৃষকদের সঙ্গে বঞ্চনার খেসারতই এবার দিতে হবে যোগীকে, এমনটাই দাবি অখিলেশের। খুব তাড়াতাড়ি মানুষ তাকে 'শিক্ষা' দেবে বলে এদিন কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। ভোটবাক্সেই মিলবে জবাব। এদিকে শেষ বিধানসভা নির্বাচনে রাজ্যে ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে ৫৪টি আসন একক ক্ষমতায় দখলে রাখতে পেরেছিল সপা। বর্তমানে নতুন রণনীতিতে তা কতটা বাড়ে সেটাই এখন দেখার।

রাশ ফস্কে যাচ্ছে মায়াবতীর হাত থেকে, পৃথক দল চেয়ে স্পিকারের দ্বারস্থ ১২ বিদ্রোহী বিধায়করাশ ফস্কে যাচ্ছে মায়াবতীর হাত থেকে, পৃথক দল চেয়ে স্পিকারের দ্বারস্থ ১২ বিদ্রোহী বিধায়ক

English summary
Akhilesh Yadav decides to form alliance with smaller parties to stop BJP in Upcoming election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X