For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সমস্যা বাড়ছে, রাজ্যসভায় নির্বাচনের আগে আরও এক শরিকি-বিবাদ প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনের আগে শরিকি-বিবাদ বাড়ল বিজেপির। এবার আরও এক শরিক বেঁকে বসল এনডিএ-তে।

Google Oneindia Bengali News

রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনের আগে শরিকি-বিবাদ বাড়ল বিজেপির। এবার আরও এক শরিক বেঁকে বসল এনডিএ-তে। রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে এক শরিককে সন্তুষ্ট করতে গিয়ে, আর এক শরিকের ক্ষোভের মুখে পড়ল বড়দা বিজেপি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে ভোট না দেওয়া সিদ্ধান্ত নিল আকালি দল।

রাজ্যসভায় নির্বাচনের আগে আরও এক শরিকি-বিবাদে বিজেপি

গত মাসেই বিজেপি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা এনেছিলেন বিরোধীরা। সেই অনাস্থাতে ভোট দেননি এনডিএ শরিক শিবসেনা, ভোটদানে বিরত ছিলেন বিজু জনতা দলও। এবার রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনেও শিবসেনা এনডিএ প্রার্থীকে ভোট দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

আর এই ভোটে এবার শিবসেনার সঙ্গী হচ্ছে আকালি দলও। আকালি দল এবার এনডিএ প্রার্থীকে ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। আকালি দল এই পদটি দাবি করেছিল এনডিএ তথা বিজেপির কাছে। দীর্ঘদিনের জোটসঙ্গী আকালি দল চাইচিল তাদের সাংসদ নরেশ গুজরালকে রাজ্যসভার চেয়ারম্যান পদে প্রার্থী করা হোক।

কিন্তু আকালি দলের কথার আমল দেয়নি বিজেপি। বিজেপি এখন লোকসভার দিকে চেয়ে নীতীশ কুমারকে সন্তুষ্ট করতে চাইছে। সেই কারণেই জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংকে প্রার্থী করা হয়েছে। তাই এবার বিজেপিকে যোগ্য জবাব দিতে চান বলে জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। আকালি দলেরও তিনজন সাংসদ রয়েছে। শিবসেনার পথে আকালি দল হাঁটলে বিজেপি বিপাকে পড়বে।

উল্লেখ্য, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংকে প্রার্থী করে আরও এক অভিনব সমস্যায় পড়েছে এনডিএ। কারণ তিনি রাজ্যসভার চেয়ারম্যান নির্বাচনে নামার আগে অন্য এক নির্বাচনে হারলেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনে তিনি বিরোধী জোট প্রার্থী টিডিপি প্রার্থী সি এম রমেশের কাছে শতাধিক ভোটে হেরে গিয়েছেন তিনি।

আবারও সেই প্রার্থীকেই দাঁড় করানো হয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে। হরিবংশ নারায়ণ সিংয়ের হারের পর জল্পনা শুরু হয়েছে, তিনি ফের রাজ্যসভার ডেপুটি নির্বাচনে হারবেন না তো। তাহলে লোকসভার নির্বাচনের আগে বিজেপি শিবিরকে ধাক্কা দিয়ে অনেকটাই অক্সিজেন পেয়ে যাবে বিরোধীরা। সেই লক্ষ্যে বিজেপি শিবির আসরে নেমে পড়েছে। আর তাল ঠুকছে বিরোধীরাও।

English summary
Akali Dal threatens to BJP before Rajya Sabha deputy chairman election. They decides to avoid vote in Rajya Sabha deputy chairman election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X