For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠল! কারণ জানাল ধর্মীয় সংগঠন

ফের একবার আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি করলেন অকাল তখতের প্রধান জ্ঞানী হরপ্রীত সিং। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, আরএসএস নেতারা যে মন্তব্য করছেন, তা দেশের স্বার্থে নয়।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি করলেন অকাল তখতের প্রধান জ্ঞানী হরপ্রীত সিং। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, আরএসএস নেতারা যে মন্তব্য করছেন, তা দেশের স্বার্থে নয়। তিনি বলেছেন, আরএসএস প্রধান মোহন ভাগবতের ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার মন্তব্য দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে বিপজ্জনক।

 আরএসএসকে নিষিদ্ধ ঘোষণার দাবি

আরএসএসকে নিষিদ্ধ ঘোষণার দাবি

অকাল তখতের প্রধান জ্ঞানী হরপ্রীত সিংকে প্রশ্ন করা হয়েছিল আরএসএসকে নিয়ে। তখন তিনি বলেন, এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তিনি বলেন, আরএসএস যা করছে, তা দেশকে একসঙ্গে রাখার মতো নয়। আরএসএস নেতারা যে মন্তব্য করছেন, তা দেশের স্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিখদের ধর্মীয় নেতার দাবি

শিখদের ধর্মীয় নেতার দাবি

ভারত সরকারের উচিত আরএসএসকে নিয়ে পদক্ষেপ করা। মন্তব্য করেছেন শিখদের এই ধর্মীয় নেতা।

আরএসএস-র সমর্থন মোদী সরকারকে

আরএসএস-র সমর্থন মোদী সরকারকে

নরেন্দ্র মোদী সরকারকে আরএসএস-এর সমর্থন প্রসঙ্গে অকাল তখতের প্রধান বলেন, এটা দেশের স্বার্থে নয়। এটা দেশকে আঘাত করবে, দেশকে ধ্বংস করবে।

ধর্মীয় রীতি মেনেই গুরু নানকের জন্মবার্ষিকী পালন করা উচিত

ধর্মীয় রীতি মেনেই গুরু নানকের জন্মবার্ষিকী পালন করা উচিত

জ্ঞানী হরপ্রীত সিং বর্তমানে দেশে শিখ ধর্মের গুরু। তবে তিনি বলেছেন, আরএসএস যে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী পালন করছে তাতে অসুবিধার কিছু নেই। তবে তা পালন করা উচিত শিখদের ধর্মীয় রীতি মেনে।

আগেও সরব হয়েছেন অকাল তখতের প্রধান

আগেও সরব হয়েছেন অকাল তখতের প্রধান

তবে তিনি বিজেপির শরিকে শিরোমনি অকালি দলকে আরএসএস-এর সমর্থন প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি। এর আগে জ্ঞানী হরপ্রীত সিংকে আরএসএস নিয়ে প্রথম বলতে শোনা গিয়েছিল ১০ অক্টোবর আনন্দপুর সাহিব-এ।

মহারাষ্ট্রে ১ কোটি কর্ম সংস্থানের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারেমহারাষ্ট্রে ১ কোটি কর্ম সংস্থানের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে

English summary
Akal Takth's Chief Giani Harpreet Singh has reiterated his statement asking for ban on RSS. He alleged the statements made by RSS leaders are not in the interest of the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X