অব কি বার গাঁও কি সরকার, নতুন স্লোগান নিয়ে নির্বাচন একাই লড়বে অ্যাজসু
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (অ্যাজসু) রবিবার তাদের ইস্তেহার প্রকাশ করে এবং ঘোষণা করে যে আসন্ন বিধানসভায় তারা একাই নির্বাচনে লড়বে। তারা এনডিএ শরিকদের সঙ্গে নিজেদের জোট ভেঙে দিয়েছে। ইস্তেহারে অ্যাজসু প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ক্ষমতায় এলে প্রত্যেক বেকার স্নাতকদের ২১০০ টাকা করে দেওয়া হবে।

ইস্তেহারের মোড়ক খোলার আগেই দলের মুখপাত্র দেও শরণ ভগত জানান যে এবারে দলের স্লোগান 'অব কি বার, গাঁও কি সরকার’। যা লড়বে বিজেপির 'অবকি বার, ৬৫ পার’–এর বিরুদ্ধে। তিনি বলেন, 'সামাজিক বিচার শুধু আমাদের স্লোগান নয়, এই মতাদর্শের ওপরই আমাদের দল গড়ে উঠেছে। রাজ্যের জনসংখ্যার নিরিখে ৭৩ শতাংশ সংরক্ষণ বাড়াব বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। যার মধ্যে ৩২ শতাংশ তপশিলী উপজাতির জন্য, ১৪ শতাংশ তপশিলী জাতির জন্য এবং ২৭ শতাংশ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। দলের পক্ষ থেকে ঝাড়খণ্ডকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে চাপ দেওয়া হবে।