'ঝাড়খণ্ডী অস্মিতা' বাড়াচ্ছে বিপদ! বেশ কিছু আসন হাতছাড়া হওয়ার আশঙ্কায় গেরুয়া শিবির
ঝাড়খণ্ডে বিজেপির গর্জনটাই যেন শুষে নিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা এআইএসইউ। তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজেপি নেতারা কার্যত অন্ধকারেই। গত প্রায় ১৫ দিন ধরে আজসু যেভাবে মিডিয়ার ফোকাসকে টেনে নিয়েছে, তাতে আজসু এবারের বিধানসভা নির্বাচনে গেম চেঞ্জার হিসেবে উঠে আসতে পারে।

৮ থেকে ১০ আসনে বিজেপির ক্ষতি
ঝাড়খণ্ডের রাজনৈতিক ভাষ্যকার জিতেন্দ্র কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যেভাবে গত কয়েকদিন ধরে মিডিয়ার প্রচারের আলো আজসু টেনে নিয়েছে, তাতে বিজেপি ক্ষতি হতে পারে। আট থেকে দশটি আসনে ক্ষতি হতে পারে বিজেপির।

ঘুমন্ত অবস্থায় রয়েছে আজসু
রাজনৈতিক ভাষ্যকারের মতে যাঁরা দিন কয়েক আগেও বিজেপিকে ৬৫-র বেশি আসন দিচ্ছিলেন ৮১টির মধ্যে, এখন তারা বলছেন, বিজেপি ঝাড়খণ্ডে ৩৫ টি বেশি আসন জিতবে। তিনি আরও বলছেন এই নির্বাচনে ঘুমন্ত অবস্থায় রয়েছে আজসু।

আজসুর ভয়ে 'ভীত' বিজেপি
রাজ্যে বিজেপির সংগঠকরা বলছেন, আজসুর পদক্ষেপ নিয়েই তারা শঙ্কিত হয়ে পড়েছেন। যা রাজ্যের নির্বাচনে তাদের ক্ষতি করতে পারে। গত কয়েকদিনে প্রচারের আলোয় এসেছে আজসু। তারা
যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে ভবিষ্যতে দলের উপকার হবে। তবে বিজেপি নিজের থেকে আজসুর সঙ্গে সম্পর্ক চোকাতে চায় না। কেননা, নির্বাচনের পরেই তাদের প্রয়োজন হতে পারে।

প্রচারে ঝাড়খণ্ডি অস্মিতা
অন্যদিকে আজসু জানিয়েছে, তারা ঝাড়খণ্ডের অস্মিতাকেই প্রচারের সামনে রাখছেন। কিন্তু বিজেপি রাখছে জাতীয় ইস্যুকে। স্থানীয় ইস্যুতে প্রচারে গুরুত্ব পাচ্ছে বলে দাবি করেছে আজসু।
বিজেপি 'ডুবন্ত জাহাজ'! জোট-সঙ্গী ত্যাগ নিয়ে চাঞ্চল্য বাড়ালেন প্রভাবশালী নেতা