For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিত পাওয়ারকে ফাঁদে ফেলে কি মহারাষ্ট্রে সরকার গঠন বিজেপির? উঠে এল নতুন অভিযোগ

Google Oneindia Bengali News

অজিত পাওয়ারকে ব্ল্যাকমেইল করে সরকার গঠনে বাধ্য করেছে বিজেপি। চাঞ্চল্যকর এই অভিযোগ আনলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। নাটকীয় শনিবারে আরও একপ্রস্থ নাটকের প্রেক্ষাপট তৈরি করে সঞ্জয় রাউত দাবি করেন শিবসেনার মুখপত্র সামনাতে এই ষড়যন্ত্রের চক্রান্তকারীর নাম তুলে ধরা হবে। তিনি আরও দাবি করেন যে অজিত পাওয়ার তিন দলের জোটে ফিরে আসবেন।

আজ সকালে শপথ গ্রহণ অজিতের

আজ সকালে শপথ গ্রহণ অজিতের

আজ সকাল ৮টার সময় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে গিয়ে বিজেপি ও এনসিপির তরফে সরকার গঠনের দাবি জানানো হলে সেই সময়ই তাঁদের শপথ প্রহণ অনুষ্ঠিত হয়। এনসিপির সমর্থনের প্রমাণ দিতে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন দলের আটজন বিধায়ক। পরে সেই ৮ জনের মধ্যে ৫ জন ফিরে আসেন বলে দাবি করেন সঞ্জয় রাউত। রাউত আরও অভিযোগ করেন যে ওই বিধায়কদের একপ্রকার কিডন্যাপ করে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছিল।

সকালে অজিত পাওয়ারকে বিশ্বাসঘাতক বলেছিলেন সঞ্জয়

সকালে অজিত পাওয়ারকে বিশ্বাসঘাতক বলেছিলেন সঞ্জয়

এর আগে অবশ্য সকালে অজিত পাওয়ারকে বিশ্বাসঘাতক বলেছিলেন সঞ্জয় রাউত। মাঝরাত পর্যন্ত এটা জেনে সকলে ঘুমোতে গিয়েছিলেন যে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতে পারে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। তবে আচমকা ভোরবেলায় উলটপুরাণ। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ফেলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

সঞ্জয় রাউতের সাংবাদিকদ সম্মেলন

সঞ্জয় রাউতের সাংবাদিকদ সম্মেলন

সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেছিলেন, "শিবাজী মহারাজের ভূমিতে মারাঠাদের আত্মসম্মানে আঘাত করেছেন অজিত পাওয়ার। যেভাবে লোভ-লালসার বসে তিনি ব্যভিচার করেছেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ তা মেনে নেবে না। আমি দেবেন্দ্র ফড়নবিশের নাম নেব না। কারণ বিজেপি ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে। তবে অজিত পাওয়ার যেভাবে শিবাজির মহারাজের ভূমিকে কালিমালিপ্ত করেছেন, তার জন্য মহারাষ্ট্রের মানুষ তাদের কোনওদিন ক্ষমা করবে না।"

মাথা নিচু করে বসেছিলেন অজিত

মাথা নিচু করে বসেছিলেন অজিত

একইসঙ্গে তিনি জানিয়েছেন, শুক্রবার রাত নটা পর্যন্ত আলোচনাচক্রে ছিলেন অজিত পাওয়ার। তিনি মাথা নিচু করে বসেছিলেন। জোট নিয়ে যখন সর্বসম্মতি হচ্ছে তখন তিনি কোনও শব্দ উচ্চারণ করেননি। এখন বোঝা যাচ্ছে যে তিনি তলে তলে এত বড় একটি ষড়যন্ত্র করেছেন।

সেনা-এনসিপির সংগঠিত থাকার বার্তা

সেনা-এনসিপির সংগঠিত থাকার বার্তা

সকালের অভাবনীয় ঘটনাপ্রবাহের পর এখনও পর্যন্ত সেনা-এনসিপি সংগঠিত থাকার কথা বলছে। দুই দলের প্রধান, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার ১২.৩০টা নাগাদ যৌথ সাংবাদিক সম্মেলনও করেন।

English summary
ajit pawar was blackmailed to form government alleges sanjay raut of shiv sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X