For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শিবিরকে ধাক্কা! ঘরে ফিরলেন অজিত! পাওয়ার-পরিবারে খুশির হাওয়া

মহারাষ্ট্রে তিনদিনের বিজেপি সরকার ভেঙে গিয়েছে। সেই ঘা দগদগেই। তার উপর ফের আঘাত দিলেন ‘বন্ধু’ অজিত পাওয়ার। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ সরকার ভাঙতেই ফের শারদ পাওয়ারের ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরলেন ভাইপো

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে তিনদিনের বিজেপি সরকার ভেঙে যেতেই ঘরে ফিরলেন অজিত পাওয়ার। কাকা শারদ পাওয়ারের ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে ভাইপো অজিত বার্তা দিলেন তিনি এখনও এনসিপিতেই আছেন। কারণ এনসিপি তাঁকে সাসপেন্ড করেনি, বরং সাদরে ঘরে তুলে নিয়েছেন। এদিন রাজ্যপালের ডাকা বিশেষ অধিবেশনে শপথ নেওয়ার পর এমনই বার্তা দিলেন অজিত।

অজিতকে অভ্যর্থনা

বুধবার বিশেষ অধিবেশনে ২৮৮ জন বিধায়ককে শপথ গ্রহণ করানো হয়। সেই শপথ গ্রহণের আগে সবাইকে সাদর সম্ভাষণ জানান এনসিপি নেত্রী তথা শারদ-কন্যা সুপ্রিয়া শুলে। তিনি দাদা অজিতকে দেখেই জড়িয়ে ধরেন। তাঁকে আহ্বান জানান। দাদার ফিরে আসায় খুশি ধরে রাখতে পারেননি তিনি।

শপথের পর অজিত-বার্তা

শপথের পর অজিত-বার্তা

এরপরই অজিত শপথ নেওয়ার পর বলেন, তিনি এনসিপিতেই ছিলেন, এনসিপিতেই আছেন। সুপ্রিয়াও দাদার ঘরওয়াপসিতে ফের ভাঙা পরিবার জোড়া লাগার আনন্দে মশগুল হয়ে যান। এদিন সমস্ত রাজনৈতিক দলের বিধায়কদের অভির্থনা করেন সুপ্রিয়া। এমনকী দেবেন্দ্র ফড়নবিশকেও অভ্যর্থনা জানান।

বিজেপি শিবির ছেড়ে

বিজেপি শিবির ছেড়ে

অজিত পাওয়ার এনসিপি পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শিবির বদল করে বিজেপিকে সমর্থন জানায়। দেবেন্দ্র ফড়নবিশ এনসিপির সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাতেই রাতারাতি রাষ্ট্রপতি শাসন তুলে শপথ গ্রহণ পর্যন্ত হয়ে যায়। কিন্তু শারদ পাওয়ার এরপর জানিয়ে দেন ওই সিদ্ধান্ত শুধু অজিতেরই, এনসিপির নয়।

ভাইপোকে ফিরে আসার আহ্বান

ভাইপোকে ফিরে আসার আহ্বান

এরপর অজিতের শিবির ছেড়ে একে একে বিধায়করা শারদ শিবিরে ফিরতে শুরু করে। সোমবার ‘আমরা ১৬২' শো-এ শারদ পাওয়ার দেখিয়ে দেন ৫০ জন এনসিপি বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ার প্রায় একা হয়ে গিয়েছেন। ওই সম্মেলন থেকেও শারদ পাওয়ার ভাইপোকে ফিরে আসার আহ্বান জানান।

অজিত দাদা ফিরে এসো

অজিত দাদা ফিরে এসো

এদিন সুপ্রিম রায় শুনে দেবেন্দ্র ফড়নবিশ সরকারের পতন ঘটার পরই অজিত পাওয়ার পদত্যাগ করেন। এরই মধ্যেই মহাজোট শিবিরের সম্মেলনে অজিত দাদা ফিরে এসো দাবি ওঠে। প্ল্যাকার্ড হাতেও দেখা যায় অজিত ঘনিষ্ঠ বিধায়কদের। এরপর অজিত পাওয়ার দেখা করেন শারদ পাওয়ারের সঙ্গে।

পাওয়ারের বাসভবনে যান অজিত

পাওয়ারের বাসভবনে যান অজিত

মঙ্গলবার সন্ধ্যায় শারদ পাওয়ারের বাসভবন যান অজিত। কাকার সঙ্গে দেখা করেন। কাকার কথায় মানভঞ্জন হয় অজিতের। অজিত যে ফিরে আসছেন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর আগমনে। কাকা-ভাইপোর সম্পর্কও ফের জোড়া লাগে। এনসিপি ফের সঙ্ঘবদ্ধ হতে চলেছে এই বৈঠকের পর মনে করছে রাজনৈতিক মহল। খুশি এনসিপির অজিত-অনুগামীরা।

অজিত এদিন বিধানসভায়

অজিত এদিন বিধানসভায়

সেই অজিত এদিন বিধানসভায় সমস্ত এনসিপি নেতৃ্ত্বের সঙ্গে হাজির হন। নিজেকে এনসিপি নেতা হিসেবেই দাবি করেন। তাঁর ঘর-ওয়াপসিতে খুশির হাওয়া এনসিপি পরিবারে। খুশি পাওয়ার পরিবারেও। অজিত বিজেপি শিবিরে চলে যাওয়ার পর শারদ-কন্যাই টুইট করে জানিয়েছিলেন পাওয়ার পরিবার দু-ভাগ হয়ে গেল। খেদ ঝরে পড়েছিল তার কথায়।

English summary
Ajit Pawar returns in NCP main stream, said in special session in Maharashtra. He meets with his uncle Sharad Pawar on Tuesday and then joins in party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X