For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণ, অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

সোমবার মহারাষ্ট্রে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। এনসিপি নেতা অজিত পাওয়ার ফের উপমুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন বলেই জানা গিয়েছে। এছাড়াও অজিত পাওয়ারের হাতে স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও তুলে দেওয়া হতে পারে

  • |
Google Oneindia Bengali News

সোমবার মহারাষ্ট্রে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। এনসিপি নেতা অজিত পাওয়ার ফের উপমুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন বলেই জানা গিয়েছে। এছাড়াও অজিত পাওয়ারের হাতে স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও তুলে দেওয়া হতে পারে।

সোমবার মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণ, অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মধ্যে জোটের চুক্তি অনুযায়ী শিবসেনা মুখ্যমন্ত্রীর পদ বাদ দিয়ে ১৬ টি মন্ত্রীপদ পাবে। এমনসিপি পাবে ১৪ টি আর কংগ্রেস পাবে ১২ টি পদ।

বর্তমান পরিস্থিতিতে ছয় মন্ত্রীর মধ্যে দফতরগুলি ভাগ করে দেওয়া আছে। এই ছয় মন্ত্রীর মধ্যে ২ জন করে রয়েছেন তিন জোট সঙ্গীর মধ্যে থেকে।

সোমবার অজিত পাওয়ার ছাড়াও এনসিপির আর যাঁরা মন্ত্রী হতে পারেন তাঁদের মধ্যে রয়েছেন, অর্থ দফতরে ধনঞ্জয় মুণ্ডে, সেচ দফতরে জয়ন্ত পাতিল এবং গ্রামোন্নয়নে ছগন ভুজবল। এছাড়াও অন্য এনসিপি নেতাদের মধ্যে নবাব মালিক, জিতেন্দ্র আওহাদ, অদিতি সুনীল টাটকারে, অনিল দেশমুখ এবং দিলীপ ওয়ালসে পাতিলও মন্ত্রী হতে পারেন বলে জানা গিয়েছে।

English summary
Ajit Pawar may get Deputy CM's post in Maharashtra cabinet, which will be expanded on Monday 30 Devember
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X