For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে সৌদির যুবরাজের সঙ্গে বৈঠক ডোভালের

আমেরিকায় যাওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজের বিমান দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। ঘটনাটা খুব একটা সুবিধের ঠেকেনি ভারতের কাছে।

Google Oneindia Bengali News

আমেরিকায় যাওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজের বিমান দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। ঘটনাটা খুব একটা সুবিধের ঠেকেনি ভারতের কাছে। তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সৌদি যুবরাজের দরবারে পৌঁছে গিয়েছে ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। সৌদি আরবের যুবরাজের সঙ্গে কাশ্মীর ইস্যুতে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর দু দফায় বৈঠক হবে যুবরাজের সঙ্গে। বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা। তারমধ্যে কাশ্মীর সিদ্ধান্তও নিয়ে সৌদির যুবরাজের সঙ্গে আলোচনা হওয়ার কথা।

কাশ্মীর ইস্যুতে সৌদির যুবরাজের সঙ্গে বৈঠক ডোভালের

সূত্রের খবর সৌদির যুবরাজ ভারতের কাশ্মীর সিদ্ধান্ত প্রসঙ্গে সৌদি যুবরাজ ইতিবাচকই মনোভাব দেখিয়েছেন। শুধু যুবারাজের সঙ্গে নয়, সৌদি আরবের একাধিক আধিকারিকের সঙ্গেও বৈঠক করবেন ডোভাল।

যদি পাক প্রধানমন্ত্রী ইমরান খান আগেই কাশ্মীর ইস্যুতে ভারতে বিরুদ্ধে বিষোদ্গার করে এসেছে সৌদির যুবরাজের কাছ থেকে। তাতেই সিঁদুরে মেঘ দেখেছে ভারত।

গত ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তারপরেই পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে। সেই অভিযোগ রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত পৌঁছে গিয়েছে।

[ মিলেছে পায়ের ছাপ, দেখা গিয়েছে বাঘও! আতঙ্কে বীরভূমের গ্রামে উড়েছে রাতের ঘুম ][ মিলেছে পায়ের ছাপ, দেখা গিয়েছে বাঘও! আতঙ্কে বীরভূমের গ্রামে উড়েছে রাতের ঘুম ]

[ভারত নয় আর্থিক সমৃদ্ধিতে এগোচ্ছে বাংলাদেশ, বলছে রিপোর্ট][ভারত নয় আর্থিক সমৃদ্ধিতে এগোচ্ছে বাংলাদেশ, বলছে রিপোর্ট]

English summary
Ajit Doval met Saudi Arabia's Crown Prince discussed Kashmir Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X