For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের মাটিতে ফের অজিত ডোভাল! এবার কোন লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সোমবার সকাল থেকেই এদিন ভূস্বর্গ ঘিরে জল্পনার পারদ চড়েছে। গত এক সপ্তাহে কাশ্মীরে ৩৮ হাজার সেনা মোতায়েন ,সহ রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারির মতো ঘটনা উপত্যকাকে আশঙ্কায় রেখেছিল।

  • |
Google Oneindia Bengali News

সোমবার সকাল থেকেই এদিন ভূস্বর্গ ঘিরে জল্পনার পারদ চড়েছে। গত এক সপ্তাহে কাশ্মীরে ৩৮ হাজার সেনা মোতায়েন ,সহ রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারির মতো ঘটনা উপত্যকাকে আশঙ্কায় রেখেছিল। পাশপাশি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা ও গোটা উপত্যকা জুড়ে ইন্টারনেট বন্ধ করার মতো ঘটনা নিয়েও উদ্বেগ কম ছিলনা দেশবাসীর। এরমধ্যেই কাশ্মীরের মাটিতে অবসান হচ্ছে ৩৭০ ধারার। আর তারপর থেকেইন একের পর এক তথ্য আসতে শুরু করে প্রকাশ্যে।

জম্মু ও কাশ্মীরে ফের অজিত ডোভাল! এবার কোন লক্ষ্যে জাতীয় নিরপত্তা উপদেষ্টা

কয়েক দিন আগে কাশ্মীরে গিয়ে অমরনাথের গুহায় টানা আধ ঘণ্টা সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর, অমরনাথ যাত্রায় জঙ্গি হানার ঘটনার আশঙ্কার খবর ঘিরে পূণ্যার্থীদের ফেরত পাছানো হয়। একের পর এক অনুপ্রবেশকারী জঙ্গি নিকেশ করা হয় গোটা কাশ্মীর উপত্যকায়। এরপর আজ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরই , ফের একবার জম্মু ও কাশ্মীরের উদ্দেশে রওনা হয়ে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তির পর থেকে সেখানের নিরাপত্তার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই উপত্যকার উদ্দেশে দিল্লি থেকে রওনা হন অজিত ডোভাল।

এর আগে গত জুন মাসে অজিত ডোভাল কাশ্মীর নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজন করেন। সেখানে হাজির ছিলেন , জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পরামর্শদাতা, সেখানের মুখ্য় সচিব বিভিআর সুব্রহ্মণ্যম, ছিলেন সেনা প্রধান বিপির রাওয়াত। এরপর ফের একবার কাশ্মীরের মাচিতে পা রেখেছেন অজিত ডোভাল।

English summary
Ajit Doval in Kashmir again, this time for secutity check up.Doval attended the meeting of Cabinet Committee on Security (CCS) at Prime Minister Narendra Modi’s residence in the national capital. Union Home Minister Amit Shah was also present at the meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X