For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোভালকে সঙ্গ ছাড়া করতে নারাজ মোদী, বাড়ল কাজের মেয়াদ

অমিত শাহ যেমন রাজনীতির রণক্ষেত্রে মোদির সুদক্ষ সেনাপতির ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনই অজিত ডোভাল।

  • By Bahni Sanyal
  • |
Google Oneindia Bengali News

অমিত শাহ যেমন রাজনীতির রণক্ষেত্রে নরেন্দ্র মোদীর সুদক্ষ সেনাপতির ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনই অজিত ডোভাল। প্রশাসন পরিচালনা থেকে বিদেশনীতি সর্বক্ষেত্রেই মোদীর পাশে সেনাপতির মতোই দাঁড়িয়ে থেকেছেন ডোভাল। চিনের সঙ্গে ডোকলাম ইস্যুতে চরম পরিস্থিতি ঠান্ডা করতে ডোভালই ছিলেন মোদীর ভরসা।

ডোভালকে সঙ্গ ছাড়া করতে নারাজ মোদি, বাড়ল কাজের মেয়াদ

উরির পর সার্জিকাল স্ট্রাইকের পরামর্শও ডোভালের অনুমতি নিয়েই করেছিলেন মোদী। এমনকী বালাকোট এয়ারস্ট্রাইকেও ডোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমন এক দক্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মোদী যে এবারও কাছ ছাড়া করবেন না তাতে কোনও প্রশ্নের অবকাশ ছিল না।

তাই এবার মোদীর সেকেন্ড ইনিংসেও গুরুত্বপূর্ণ পদে রয়ে গেলেন ডোভাল। কাজের মেয়ার আরও পাঁচ বছর বাড়িয়ে মন্ত্রিসভায় জায়গা দিলেন তাঁকে। অর্থাৎ মোদী যতদিন ক্ষমতায় থাকবেন ডোভাল পরামর্শদাতা হিসেবে তাঁর সঙ্গে থাকবেন। সেটা সুনিশ্চিত করে ফেলেছেন তিনি। অবশ্য এর মধ্যে কোনও অঘটন ঘটলে সেটা পরের বিষয়।

১৯৯৮ সালে আইপিএস অফিসারের পদ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন ডোভাল। বরাবরই দক্ষ গোয়েন্দা ছিলেন। সেকারণেই দ্রুত উত্থান গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পাঞ্জাব, শ্রীনগরে জঙ্গি দমন থেকে শুরু করে মিজো ন্যাশনাল আর্মি মোকাবিলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে গোয়েন্দা কর্মকাণ্ড করেছেন তিনি। দীর্ঘদিন আত্মগোপন করে পাকিস্তানে থেকে খবর সরবরাহ করেছেন। ডোভালই প্রথম পুলিস অফিসার যিনি ১৯৮৮ সালে কীর্তি চক্র পেয়েছিলেন। গোয়েন্দা দপ্তরের এই হীরেকে চিনে নিতে তাই মোদীর মত জহুরির বেশি সময় লাগেনি।

English summary
Ajit Doval gets Cabinet rank in new Modi regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X