For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অজিত দোভাল
নয়াদিল্লি, ৩০ মে: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন অজিত দোভাল। শুক্রবার এই ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

অজিত দোভাল ১৯৬৮ সালের কেরল ক্যাডারের আইপিএস অফিসার। চাকরিতে যোগ দেওয়ার ছ'বছর পরই কীর্তিচক্র পেয়ে তিনি রেকর্ড গড়েছিলেন। গত শতাব্দীর ছয়ের দশকে মিজোরাম যখন বিচ্ছিন্নতাবাদের আগুনে জ্বলছিল, তখন তিনি বিদ্রোহী নেতা লালডেঙ্গাকে কার্যত শেষ করে দিয়েছিলেন। ১৯৮৯ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে তিনি পাঞ্জাব পুলিশ ও এনএসজি-র যৌথবাহিনী নিয়ে অভিযান চালান। সেই অভিযান 'অপারেশন ব্ল্যাক থান্ডার' নামে পরিচিত। জঙ্গিদের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল সেই অভিযানে।

জে এন দীক্ষিত যখন পাকিস্তানে ভারতের হাই কমিশনার ছিলেন, তখন সেখানে কিছুদিন ছিলেন অজিত দোভাল। ১৯৯৯ সালের ডিসেম্বরে যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করে জঙ্গিরা কান্দাহারে নিয়ে গিয়েছিল, তখন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে রফাসূত্র বের করেছিলেন তিনি। ২০০৫ সালের জানুয়ারি মাসে ইনটেলিজেন্স ব্যুরোর প্রধান পদ থেকে অবসর নেন।

২০০৯ সালে কর্নাটক সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হন। তার আগে ২০০৬ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশ হল ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সমস্যা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব পছন্দ ছিলেন অজিত দোভাল। আসলে আইপিএস থাকায় তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে যেমন ওয়াকিবহাল, তেমনই বিদেশে কাজ করায় আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও ধারণা রয়েছে। এই দু'টি দিক বিচার করেই অজিত দোভালকে এই পদে নিয়ে আসা হল। এর আগে ব্রজেশ মিশ্র, জে এন দীক্ষিত, এম কে নারায়ণন প্রমুখ জাতীয় উপদেষ্টার পদ অলঙ্কৃত করেছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Very happy to c Mr Ajit Doval appointed as National Security Advisor. He is d best choice. Bravest & brightest! Grt to see merit recognised</p>— Kiran Bedi (@thekiranbedi) <a href="https://twitter.com/thekiranbedi/statuses/472346654637441026">May 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Ajit Doval appointed as India's National Security Adviser
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X