পুরভোটে হারের দায় নিয়ে দিল্লির কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা অজয় মাকেনের
নয়াদিল্লি, ২৬ এপ্রিল : পুরভোটে হারের নৈতিক দায় নিয়ে কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অজয় মাকেন নিজের পদ থেকে ইস্তফা দিলেন।
চূড়ান্ত ফল না এলেনও দিল্লির পুরভোটের চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। কংগ্রেস ও দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে সাফ করে দিল্লির তিনটি পুরসভা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি।

মাকেন এদিন বলেন, কম করে একটা বছর কোনও পদ তিনি গ্রহণ করবেন না বরং দলের সাধারণ কর্মী হয়ে তিনি কাজ করে যাবেন। এদিন মাকেন বলেন, "এই পুরভোটের ফল কংগ্রেসের যুক্তিসঙ্গত পুনর্জাগরন। কিন্তু আমি এর থেকে ভাল ফল আশা করেছিলাম। নিজের কাজ আরও ভাল করে করা উচিত ছিল আমার। তাই নৈতিক দায় গ্রহণ করে আমি পদত্যাগ করছি।"
মাকেনের দাবি, দিল্লিতে কংগ্রেসে ভোট শতাংশের উন্নতি হয়েছে।
এদিন অবশ্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেন, অজয় মাকেন মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছেন। এমনকী স্থানীয় কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে সংযোগেও ব্যর্থ হয়েছেন। তারই ফল পুরভোটে মিলেছে।
শীলা দীক্ষিতের মন্তব্যের পরোক্ষ জবাব দিয়ে মাকেন বলেন, "আমরা ইতিবাচক কারণ নিয়ে নির্বাচনে লড়েছি। আমরা খুশি এই নির্বাচনে আমরা ইতিবাচক ইস্যুগুলিকে তুলে ধরেছিলাম।"