For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুষ্মন্তের পদত্যাগ পত্র আমার পকেটে, হরিয়ানার রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দাবি অজয় চৌতালার

Google Oneindia Bengali News

কৃষকদের সঙ্গে কেন্দ্রের বিবাদ এখন মেটেনি। এই আবহে বিস্ফোরক মন্তব্য করে হরিয়ানার রাজনীতিতে চাঞ্চল্য ছড়ালেন আজয় চৌতালা। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার বাবা এদিন দাবি করেন, দুষ্মন্তের পদত্যাগ পত্র আমার পকেটেই রয়েছে। যদি তাঁর পদত্যাগে কোনও সমাধান সূত্র বের হয়, তাহলে আমি সেটা জমা দিয়ে দিচ্ছি ওর হয়ে। পাশাপাশি এদিন নিজের ভাই অভয় চৌতালাকে একহাত নিয়ে তিনি জিজ্ঞাসা করেন, বিধায়ক পদ থেকে অভয়ের পদত্যাগ কোন কাজে লেগেছে?

অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ শনিবার নয়াদিল্লিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তিনি জানান যে তাঁরা নতুন একটি আইন তৈরি করবেন৷ যে আইনের বলে কোনও সম্পত্তি নষ্ট হলে যাঁরা তা নষ্ট করবেন, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷

হরিয়ানায় বহুদিন ধরে চলছে বিক্ষোভ

হরিয়ানায় বহুদিন ধরে চলছে বিক্ষোভ

কেন্দ্রের মোদী সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানার বাইরে অবস্থান বিক্ষোভ করছে ৪১টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা৷ যে রাজ্যগুলিতে এই অবস্থান বিক্ষোভ চলছে, তার মধ্যে অন্যতম হরিয়ানা৷ ফলে সেই রাজ্যের বিধানসভা যদি এমন একটি আইন পাস করায়, তা হলে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে৷

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই বিক্ষোভ

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই বিক্ষোভ

এদিন হরিনায়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই বিক্ষোভ দেখানো হচ্ছে৷ কিছু মানুষ শুধু প্রতিবাদ করার জন্যই এই কর্মসূচি নিয়েছে৷ প্রায় দুই মাসের বেশি সময় ধরে এই কৃষক বিক্ষোভ চলছে৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের ১১ দফা আলোচনা হয়েছে৷ তার পরও সমস্যার সমাধান হয়নি৷ কিন্তু খাট্টারের দাবি, কেন্দ্র সমস্যার সমাধান করতে আগ্রহী৷ এই আইনে প্রয়োজনীয় সংশোধনও করা হতে পারে৷ যদিও কৃষকরা এই প্রত্যাহারের দাবিতে সরব৷

English summary
Ajay Chautala, father Dushyant Chautala said, he has his son’s resignation letter in his pocket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X