For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিকিনি রাউন্ডে আমি সেরা ছিলাম না তবু জিতেছি', সংশ্লিষ্ট রাউন্ড বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া ঐশ্বর্যর

Google Oneindia Bengali News

মুম্বই, ১০ জানুয়ারি : বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন বলিউডে পা রেখেছিলে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর। বি-টাউনের আত্মবিশ্বাসী ব্যক্তিদের মধ্যে অন্যতম সেরা অ্যাশ। কিন্তু মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতার একটা রাউন্ডে একটু হলেও তার আত্মবিশ্বাসটা নিম্নগামী হয়েছিল। আর সেটা হল বিকিনি রাউন্ড।

আরও পড়ুন : মঞ্চে বিকিনি পড়ে হাঁটতে বিব্রত বোধ হয় : প্রিয়াঙ্কা চোপড়া

'বিকিনি রাউন্ডে আমি সেরা ছিলাম না তবু জিতেছি', সংশ্লিষ্ট রাউন্ড বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া ঐশ্বর্যর

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাউন্ড সুইম স্যুট রাউন্ড। অর্থাৎ এই রাউন্ডে প্রতিযোগীদের, সুইমিং কস্টিউম বা বিকিনিতে মঞ্চে বিচারকদের সামনে হেঁটে দেখাতে হয়। ১৯৫১ সাল থেকেএই রাউন্ডটি চলে আসছে। কিন্তু আগামী বছর থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজকরা এই রাউন্ডটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজকদের এই সিদ্ধান্তে সম্মতি আগেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের আর এক বিশ্বসুন্দরী। এবার সেই একই পথে হাঁটলেম অ্যাশও। বিকিনি রাউন্ড বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, "আমি যখন মিস ওয়ার্ল্ড হয়েছিলাম, ৮৭ জন প্রতিযোগীর মধ্যে আমার চেহারা সমুদ্রতটের সুন্দরী হিসাবে অবশ্যই সেরা ছিল না। আমি এটা সমর্থন করি। এই মন্তব্যে শিলমোহরও লাগাতে রাজি আছি। তবুও আজ আমি প্রতিযোগীতা জিতেছিলাম। অনেকে ভাবেন এই বিকিনি রাউন্ড সুন্দরী প্রতিযোগীতায় বাধ্যতামূলক, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি। যা আদতে ভুল।"

English summary
Aishwarya Rai's Reaction On Removal Of Bikini Round
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X