অমিতাভ , অভিষেকের পর ঐশ্বর্যও করোনা পজিটিভ! কোভিড গ্রাসে আরাধ্যাও
অমিতাভ, অভিষেকের পর এবার বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য করোনা পজিটিভ। অমিতাভ বচ্চনের কোভিড টেস্টের কথা বিগবি নিজেই টুইটে জানান। এরপর অমিতাভ পুত্র অভিষেকের কোভিড টেস্টের কথা জানা যায়। পরবর্তীকালে দেখা গিয়েছে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য ও তাঁর সন্তান আরাধ্যাও করোনার গ্রাসে রয়েছে।

সকালে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের দুই সদস্যই কেবলমাত্র করোনা পজিটিভ। আর তাঁরা হলেন অমিতাভ ও অভিষেক। এরপর জয়া বচ্চন সহ পরিবারের বাকি ৩ সদস্যের করোনা টেস্ট হয়। তারপরই জানা যায় যে ঐশ্বর্যও করোনা পজিটিভ। সঙ্গে তাঁর ছোট্ট মেয়ে আরাধ্যাকেও ছাড়েনি করোনার দানবীয় গ্রাস। এদিকে, মুম্বই পুরসভা থেকে এদিন আমিতাভের 'জলসা' বাংলোটি সিল করে দেওয়া হয়েছে।

জলসার আশপাশের এলাকাকে কনটেইমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। এদিকে, অমিতাভ ,অভিষেকের সঙ্গে গত কয়েকদিনে যাঁদের দেখা হয়েছে তাঁদেরও করোনা টেস্ট করানোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অভিষেকের ওয়েব সিরিজ 'ব্রিদ' এর অন্যতম অভিনেতা অমিত সাদকে নিয়ে আলোচনা চলছে বলিউডে।
অভিনেতা অনুপম খেরের পরিবারে করোনার দানবীয় হানা! একাধিকজন পজিটিভ