করোনা সঙ্কটের মাঝে মে মাসে ৪৭ লক্ষ গ্রাহক হারাল এয়ারটেল, ভোডাফোন! জয়যাত্রা অব্যাহত জিও-র
করোনা ধাক্কায় যকন জেরবার দেশীয় অর্থনীতি তখন শিয়রে সংক্রান্তি দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থার। লকডাউনে ব্যাপক ইন্টারনেট নির্ভরতার মাঝেও লক্ষ লক্ষ গ্রাহক হারল এয়ারটেল ও ভোডাফোন। সূত্রের খবর, শুধুমাত্র মে মাসে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড প্রত্যেকেই প্রায় ৪৭ লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে।

এদিকে করোনাকালে লক্ষ্ণীর ঝাঁপি যেন ক্রমেই ফুলেফেঁপে উঠছে জিও-র। একের পর এক ছক্কা হাঁকাচ্ছে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকায় থাকা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, এয়ারটেল, ভোডাফোনের করুণ অবস্থার মধ্যেই প্রায় ৩৭ লক্ষের বেশি গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে আম্বানির জিও।
বুধবার এই তথ্য প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। করোনা লকডউনের কারণে প্রচুর মানুষের পাশাপাশি অসংখ্য পরিযায়ী শ্রমিক শহর সথেকে গ্রামাঞ্চলে ফিরে আসায় শুধুমাত্র মে মাসেই ২জি, ৩জি ও ৪জি গ্রাহকের সংখ্যা প্রায় ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে ট্রাইয়ের রিপোর্টেই দেখা যাচ্ছে। এদিকে এই মাসে জিও ছাড়াও, রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল মে মাসে মোট ২ লক্ষ ১ হাজার ৫৯৩ জন নতুন গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে।

করোনায় কাবু দেশীয় অর্থনীতি! ফি বছর ১ কোটি ২০ লক্ষ নতুন কর্মসংস্থান ছাড়া ফিরবে না হাল