For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন ৪.০: বিমানে উঠতে গেলে কোন নিয়ম পালন করতে হবে! জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ

  • |
Google Oneindia Bengali News

আগামী ২৫ মে থেকে দেশে ঘরোয়া বিমান পরিষেবা ফের চালু হবে। এবিষয়ে বুধবারই বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী। এদিন বিমান চলাচলের সময় কোন কোন বিধি আবশ্যিক সেই বিষে জানিয়ে দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

আবশ্যিক আরোগ্য সেতু

আবশ্যিক আরোগ্য সেতু

যে সকল যাত্রী করোনা লকডাউনে বিমানে যাতায়াত করতে চলেছেন, তাঁদের মোবাইলে আবশ্যিকভাবে আরোগ্য সেতু অ্যাপটি থাকতে হবে। তা না হলে বিমানে যাতায়াত সম্ভব নয়। ১৪ বছরর উর্ধ্বে সকলের কাছে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে মোবাইলে। অ্যাপে সবুজ সংকেত দেখালে তবেই এন্ট্রি মিলবে।

কীভাবে হবে চলবে প্রক্রিয়া ?

কীভাবে হবে চলবে প্রক্রিয়া ?

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বিমানের যাত্রীকে ২ ঘণ্টা আগে বিমানবন্দরে আবশ্যইকভাবে পৌঁছতে হবে। টার্মিনাল বিল্ডিং এ যাত্রীদের অবশ্যই ঢুকতে দিতে হবে যদি বিমানটি ৪ ঘণ্টার মধ্যে হয়। থার্মাল স্ক্রিনিং আবশ্যিক।

আবশ্যিক মাস্ক

আবশ্যিক মাস্ক

বিমানে উঠতে গেলে আবশ্যিকভাবে পরতে হবে মাস্ক। সঙ্গে হাতে পরতে হবে গ্লাভস।যাঁরা ট্রলিতে যেতে চান,তাঁদের বিশেষ কারণ দর্শাতে হবে। না হলে বিমানে চড়তে দেওয়া হবে না।

 রাজ্যগুলিকে নির্দেশ

রাজ্যগুলিকে নির্দেশ

সমস্ত রাজ্য়কে নির্দেশ দেওয়া হয়েছে যে, বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়ার জন্য যেন উপযুক্ত পরিবহন থাকে। সেটা যাত্রী ও বিমানকর্মী দুই ক্ষেত্রেই প্রযোজ্য।

কোন গাড়ি চালানো যাবে?

কোন গাড়ি চালানো যাবে?

শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ও সিলেক্ট ক্যাবই বিমানবন্দরে প্রবেশ করতে পারবে। যার দ্বারা কেউ বিমানবন্দরে আসতে বা বেরিয়ে যেতে পারবেন।

আম্ফানের ধ্বংসলীলা: স্কুলের ছাদ উড়ে যাওয়া থেকে ইছামতীর ফুঁসে ওঠা! ক্যামেরাবন্দি ভয়ঙ্কর দৃশ্য আম্ফানের ধ্বংসলীলা: স্কুলের ছাদ উড়ে যাওয়া থেকে ইছামতীর ফুঁসে ওঠা! ক্যামেরাবন্দি ভয়ঙ্কর দৃশ্য

English summary
Airports Authority of India issues SOP, Aragya Setu mandatory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X