For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সরকারের টাকা না থাকলে এমনটাই করা হয়,' এয়ার ইন্ডিয়া ইস্যুতে তোপ সিব্বলের

'সরকারের টাকা না থাকলে এমনটাই করা হয়,' এয়ার ইন্ডিয়া ইস্যুতে তোপ সিব্বলের

  • |
Google Oneindia Bengali News

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ সত্ত্ব বিক্রি নিয়ে এদিন গোটা দেশ তোলপাড় হয়েছে সকাল থেকেই। বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে থেকে যেমন তোপ দাগেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী তেমনই এই হাইপ্রোফাইল বেসরকারীকরণ নিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতা কপিল সিব্বলও।

 কপিল সিব্বলের তোপ

কপিল সিব্বলের তোপ

এদিন কপিল সিব্বল বলেন, 'সরকারের কাছে টাকা পয়সা নেই। আর্থিক বৃদ্ধিও ৫ শতাংশ বহু লক্ষ্য় টাকা রয়েছে MNREGAর আওতায়। আর সেই কারণেই দেশের মূল্যবাণ সম্পত্তি বিক্রি হচ্ছে।'

পার্টিলাইনের বাইরে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী কী বলেছেন?

পার্টিলাইনের বাইরে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী কী বলেছেন?

এদিন সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্যে উঠে আসে দলের বিরুদ্ধে ক্ষোভ। তিনি বলেন, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপ দেশ বিরোধী। এরপর তিনি বলেন, ' আর তার জেরেই আমাকে আদালতে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের পরিবারিক রুপো বিক্রি করতে পারিনা।' সাফ ভাষায় তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন যে মোদী সরকারের এমন পদক্ষেপে তিনি বিজেপির বিরুদ্ধেই যেতে চান আদালতে। আর তাতেই বিতর্কের পারদ চড়ছে।

সরকার কী জানিয়েছে?

সরকার কী জানিয়েছে?

এদিন সকালে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ সত্ত্ব যারা কিনতে চান সেই সংস্থাগুলি যেন ১৭ মার্চের মধ্যে সরকারের কাছে আবেদন জানায়। আর কেন্দ্রের এই বক্তব্যের প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে টাটা, হিন্দুজাদের মতো একাধিক সংস্থা এই এয়ার ইন্ডিয়ার সত্ত্ব কেনবার বিষয়ে বড় 'নাম' হয়ে উঠে আসতে পারে।

English summary
AirIndia Dis investment Row, Congess says, When governments don't have money, this is what they do.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X