দূষণ রোধে দিল্লিতে বসবে এয়ার পিউরিফায়ার, কেন্দ্রকে রোডম্যাপ তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
দিল্লিতে এবং তার পার্শ্ববর্তী এলাকায় দূষণ যেন মাত্রা ছাড়িয়েছে। আর তা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বায়ুর মান ক্রমশ যেন নিচে নামছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতেই দেশের রাজধানী দিল্লিতে এয়ার পিউরিফায়ার টাওয়ার বসানোর রোডম্যাপ তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট।

কেন্দ্রকে দিল্লির বায়ুদূষণ নিয়ে সাতদিন সময় দেওয়া হয়েছে। কীভাবে গোটা শহরের বায়ুর মানকে ঠিক করা যায় তা নিয়ে সুপ্রিম কোর্টে জবাব দেওয়ার জন্য।
সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লি খুব বাজে সমস্যায় জরাজীর্ণ। এদিনও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় ৬০০তে পৌঁছে গিয়েছে। এভাবে মানুষ কীভাবে শ্বাস-প্রশ্বাস নেবে। এক্ষেত্রে বায়ু দূষণ মুক্ত করতে এয়ার পিউরিফায়ার সেরা পদ্ধতি সেটা মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
চিনের দূষিত শহর গুলিতে এই ধরনের এয়ার পিউরিফায়ার টাওয়ার বসানো রয়েছে। ২০১৬ সালে প্রথম এমন টাওয়ার বসানো হয়। বড় বড় উঁচু বিল্ডিংয়ের সমান লম্বা টাওয়ার চিন বসিয়েছে নানা প্রদেশে। দক্ষিণ কোরিয়াতেও এমন এয়ার পিউরিফায়ার টাওয়ার বসেছে।
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে সমালোচনা করে আদালত বলেছে, গাড়ি নিয়ে জোড়-বিজোড় যে ফর্মুলা সরকার বলবত করেছে তাতে কোনও সুরাহা হবে না।