For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ুসেনার নয়া প্রধানের দায়িত্বে এয়ার মার্শাল ভি আর চৌধুরী, চিন-পাকিস্তানকে চাপে রাখতেই নয়া কৌশল?

বায়ুসেনার নয়া প্রধানের দায়িত্বে এয়ার মার্শাল ভি আর চৌধুরী, চিন-পাকিস্তানকে চাপে রাখতেই নয়া কৌশল?

  • |
Google Oneindia Bengali News

রদবদলের জল্পনা শোনা যাচ্ছিল গত কয়েক মাস আগে থেকেই। আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। তার জায়গাতেই নতুন দায়িত্বে আসছেন ভি আর চৌধুরী। তিনি বর্তমানে ভাইস-চিফ পদে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ ভারত ভূষণ বাবু সম্প্রতি একটি টুইট বার্তায় বিক্রম রাম চৌধুরীর নতুন নিয়োগের কথা জানিয়েছেন।

৩ হাজার ৮০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা

৩ হাজার ৮০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা

এদিকে বায়ুসেনার সুদক্ষ পাইলট হিসাবে বরাবরই সুখ্যাতি রয়েছে বিক্রমের। আকাশে প্রায় ৩ হাজার ৮০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৮২ সালের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত হন তিনি। এদিকে এর আগে চলতি বছরের ১ জুলাই ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন চৌধুরী। এবার সরাসরি উঠতে চলেছে শীর্ষ পদে।

একনজরে ‘বীর বিক্রম’

একনজরে ‘বীর বিক্রম’

প্রসঙ্গত উল্লেখ্য, সিয়াচেন হিমবাহ পুনর্দখলে আটের দশকে অপারেশন মেঘদূত, তারপর কার্গিল যুদ্ধের সময় অপারেশন সফেদ সাগরেও বড় ভূমিকা নেন এই যোদ্ধা পাইলট। এরমধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদেও ছিলেন তিনি। সামলেছেন প্রায় সমস্ত বড় পদের দায়িত্বও। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বায়ু সেনা মেডেল। এমবকী ২০২০ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত চিনের সঙ্গে ভারতের সীমান্ত দ্বন্দ্বের সময় লাদাখ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের মূল দায়িত্ব ছিল তাঁরই কাঁধে।

চৌধুরীর দীর্ঘ অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে কেন্দ্র

চৌধুরীর দীর্ঘ অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে কেন্দ্র

মূলত পাকিস্তান ও চিনের সঙ্গে দুই দিকের সীমান্ত এলাকায় নজরদারি রাখে ওয়েস্টার্ন কম্যান্ড। লাদাখও সুরক্ষার দায়িত্ব এই কম্যান্ডের কাঁধে। আর এই কম্যান্ডেই দীর্ঘদিন কাজ করেছেন ভি আর চৌধুরী। সেই অভিজ্ঞতাকেই বর্তমানে কাজে লাগাতে চাইছে কেন্দ্র সরকরা। কেন্দ্রের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিন বছর বায়ুসেনার প্রধান পদে থাকবেন ভি আর চৌধুরী।

 কাশ্মীর নিয়ে নয়া রণকৌশল ?

কাশ্মীর নিয়ে নয়া রণকৌশল ?

অন্যদিকে ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রন এবং ফাইটারে বেসের বিরাট অভিজ্ঞতাও রয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটনের প্রাক্তনীর। বর্তমান পরিস্থিতিতে একদিকে লাদাখ সীামান্তে সর্বদাই কড়া নজর রাখতে হচ্ছে ভারতকে। অন্যদিকে আফগানিস্তানে তালিবানি উত্থানের পর কাশ্মীর নিয়েও চোখ-কান খোলা রাখতে হচ্ছে। এমতাবস্থায় নতুন বায়ুসেনার প্রধানের নিয়োগ বিশষে ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Air Marshal VR Chowdhury in charge of the new Chief of Air Staff, a new strategy to put pressure on China-Pakistan?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X