For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Air India-এর সঙ্গে যুক্ত হচ্ছে Vistara! ২০০০ কোটি টাকা বিনিয়োগে রাজি সিঙ্গাপুর এয়ারলাইন্স

Air India-এর সঙ্গে যুক্ত হচ্ছে Vistara! ২০০০ কোটি টাকা বিনিয়োগে রাজি সিঙ্গাপুর এয়ারলাইন্স

  • |
Google Oneindia Bengali News

Air India-Vistara Merger: মিশে যাবে এয়ার ইন্ডিয়া এবং বিস্তারা এয়ারলাইন্স! ভিস্তারা এয়ারলাইন্সের সহযোগী সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোর্ড অফ ডিরেক্টর ইতিমধ্যে এই সমঝোতাতে সবুজ সঙ্কেত দিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোর্ডের এহেন সিদ্ধান্ত অবশ্যই টাটার কাছে বড়সড় স্বস্তির খবর। টাটার সঙ্গে থাকা চারটি এয়ারলাইন্স ব্র্যান্ডকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দিতে চায়। সেখানে দাঁড়িয়ে এহেন সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ডিল ফাইনাল করার কথা বলা হয়েছে

ডিল ফাইনাল করার কথা বলা হয়েছে

এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারা মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তের পরেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দু'পক্ষের মধ্যে ডিল ফাইনাল করার কথা বলা হয়েছে। তবে নয়া ঘোষণা অনুযায়ী এয়ার ইন্ডিয়াতে 25.1 শেয়ার থাকবে এয়ার ইন্ডিয়ার। বর্তমানে টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারলাইন্সের 49 শতাংশ শেয়ার রয়েছে। তবে রেগুলেটারি অনুমোদন পাওয়ার পরেই সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াতে ২৫০ মিলিয়ন ডলার অর্থাৎ ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে এয়ার ইন্ডিয়ার বৃদ্ধির অংস হিসাবে এই বিনিয়োগের বিষয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটার মধ্যে একটি চুক্তিও হয়েছে।

২০২৪ সালের মধ্যে সম্পন্ন হবে

২০২৪ সালের মধ্যে সম্পন্ন হবে

পুরো বিষয়টিই আগামী ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং বিস্তারা মিশে যাওয়ার পর ভারতের অ্যাভিয়েশন সেক্টরে কার্যত ব্যাপক বদল আসবে বলে মনে করছে। শুধু তাই নয়, এই সেক্টরে টাটা সন্স রীতিমত আধিপত্য করবে বলেই মনে করা হচ্ছে। এমনকি এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারা মিশিয়ে দেওয়ার পর দেশে বিমানের সংখ্যা এবং মার্কেটে শেয়ারেও দেশের অন্যতম বড় বিমান সংস্থাও হয়ে উঠবে টাটা সন্স। যা দেশের বিমান পরিষেবার ক্ষেত্রেও ভালো একটা দিক হবে বলেই মনে করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া কিনে নেন টাটা সন্স।

এয়ার ইন্ডিয়া কিনে নেন টাটা সন্স।

গত বছর এয়ার ইন্ডিয়া কিনে নেন টাটা সন্স। ২০২২ সালের জানুয়ারি মাসে টাটা কেন্দ্রীয় সরকারের থেকে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে। তবে এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণের আগে থেকেই টাটার কাছে বিস্তারা এবং এয়ার এশিয়ার দুটি এয়ারলাইন্স ব্র্যান্ড অপরেট করে। এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণের পর টাটার সঙ্গে থাকা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ব্র্যান্ড জুড়ে দেওয়া হয়েছে। টাটার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণরূপে AirAsia কেনার পর একেবারে কম খরচের কেরিয়ার হিসাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হবে। অর্থাৎ টাটা এয়ার ইন্ডিয়া ব্র্যান্ডের নামে সমস্ত এয়ারলাইন্স অপারেটর করাবে বলেও জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, যেভাবেই হোক এয়ার ইন্ডিয়াকে ঘুরে দাঁড় করাতে চায় টাটা। ইতিমধ্যে একাধিক পরিকল্পনা নিয়েছে সংস্থা। সেখানে দাঁড়িয়ে একের পর এক এহেন সিদ্ধান্ত ঘিরে আশার আলো তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

শত্রু'র ড্রোন ভারতের দিকে আসতেই ধেয়ে যাবে সেনার 'অর্জুন'! রইল রোমহর্ষক সেই মুহূর্তটি শত্রু'র ড্রোন ভারতের দিকে আসতেই ধেয়ে যাবে সেনার 'অর্জুন'! রইল রোমহর্ষক সেই মুহূর্তটি

English summary
Air India-Vistara Merger: Singapore airlines board approved Vistara and Air India merger by TATA Sons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X