For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিষ খাবার পরিবেশন করায় মোটা টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার

মোহালির এক দম্পতিকে আমিষ খাবার পরিবেশন করায ৪৭ হাজার টাকা জরিমানা গুণতে হল এযার ইন্ডিয়াকে। ঘটনাটি ঘটেছে এযার ইন্ডিয়ার শিকাগো— দিল্লি বিমানে।

Google Oneindia Bengali News

মোহালির এক দম্পতিকে আমিষ খাবার পরিবেশন করায ৪৭ হাজার টাকা জরিমানা গুণতে হল এযার ইন্ডিয়াকে। ঘটনাটি ঘটেছে এযার ইন্ডিয়ার শিকাগো- দিল্লি বিমানে। মোহালির এই দম্পতি আগেই বিমান কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন তাঁরা নিরামিষ খাবার খাবেন। তার পরেও তাঁদের আমিষ খাবার পরিবেশন করা হয়। প্রতিবাদে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেখানেই মোটা টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।

আমিষ খাবার পরিবেশন করায় মোটা টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার

মোহালির সেক্টর ১২১ য়ের বাসিন্দা চন্দ্রা মোহন পাঠক এবং তাঁর স্বামী মোহন পাঠক ১৭ জুন ২০১৬ সালে দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছিলেন। ফেরার টিকিট ছিল ১৪ নভেম্বর ২০১৬। যাওয়ার সময় কোনও সমস্যা হয়নি তাঁদের। কিন্তু ফেরার সময় তাঁরা বিমান কর্তৃপক্ষকে নিরামিষ খাবার দেওয়া কথা বলেছিলেন। তাঁরা জানিয়েছিলেন যে নিরামিষভোজী তাঁরা। কিন্তু তার পরেও বিমানে তাঁদের আমিষ খাবার পরিবেশন করা হয়। সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবাদ জানান। কমপ্লেন বুকে তাঁরা চাইলেও বিমান বন্দর কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ জানাতে দেয়নি। তাই বাধ্য হয়েই ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান পাঠক দম্পতি।

[ পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশের নাম পরিবর্তন! মাসুদ শিবিরে বড় রদবদল ঘিরে তোলপাড় ][ পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশের নাম পরিবর্তন! মাসুদ শিবিরে বড় রদবদল ঘিরে তোলপাড় ]

সেই মামলার প্রেক্ষিতেই মোহালিক ক্রেতা সুরক্ষা আদালত আমিষ খাবার পরিবেশন করার জন্য ৪০,০০০ টাকা জরিমানা করে এবং মামলার খরচ বাবদ আরও ৭০০০ টাকা পাঠক দম্পতিকে দিতে বলা হয়।

 [ হাউডি মোদীর পর এবার রাষ্ট্রসংঘ! মোদীর ভাষণে হাতে তালি ট্রাম্পের] [ হাউডি মোদীর পর এবার রাষ্ট্রসংঘ! মোদীর ভাষণে হাতে তালি ট্রাম্পের]

English summary
Air India to pay Rs 40,000 as compensation to a Mohali couple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X