For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় হিন্দ'-এর বোল এবার উড়ান পরিষেবাতেও! এয়ার ইন্ডিয়ার নয়া ঘোষণা

প্রতিটি বিমান সংক্রান্ত ঘোষণার পরই বলতে হবে 'জয় হিন্দ'। অসামরিক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া তার ক্রিউদের এমনই নির্দেশ দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রতিটি বিমান সংক্রান্ত ঘোষণার পরই বলতে হবে 'জয় হিন্দ'। অসামরিক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া তার ক্রিউদের এমনই নির্দেশ দিয়েছে। সোমবারই এই সংক্রান্ত পরামর্শ ক্রিউ সদস্যদের জানিয়ে দেয় এয়ার ইন্ডিয়া।

জয় হিন্দ-এর বোল এবার উড়ান পরিষেবাতেও! এয়ার ইন্ডিয়ার নয়া ঘোষণা


বহুদিন ধরেই আর্থিক দুর্গতিতে ভুগছে এয়ার ইন্ডিয়া। যাবতীয় সংকটকে পিছনে ফেলে আপাতত দেশাত্মবোধকে পাথেয় করেই এগিয়ে যেতে চাইছে এই সংস্থা। আর এজন্য এবার নতুন ধরনের নির্দেশ জারি করেছে সংস্থা। শুধুমাত্র 'জয়হিন্দ' উচ্চারণই নয়, সেই বোল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করার ওপরেও জোর দিয়েছে সংস্থা। সাধারণত বিমানবন্দরে বা বিমানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে হয় বিমানের ক্রিউ সদস্য়দের। আর সেই সময়েই ঘোষণা শেষে 'জয়হিন্দ' বোল উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লাইটের ক্যাপ্টেনকেও একইভাবে 'জয় হিন্দ' এর বোল উচ্চারণ করতে হবে। যাত্রীদের সঙ্গে কথোপোকথোনের পরও ক্যাপ্টেনকে বলতে হবে 'জয় হিন্দ।'

English summary
Air India staff asked to say 'Jai Hind' after flight announcements.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X